Sunday, April 19, 2015

কাউন্সেলরের ডায়েরি থেকে সঙ্কলন


সময়গুলোকে কাজে লাগাতে, জীবনকে সাজাতে, রাঙাতে নিজের নিয়ন্ত্রণ নিজেকেই করতে হয়। নিজেই নিজের মনের ডাক্তার হতে হয়, হতে হয় নিজের সেরা বন্ধু। তবেই সম্ভব প্রকৃত মুক্তি। নিজেকে ভালোবাসলেই এটা সম্ভব।

তেমন কিছু লেখারই লিঙ্ক এখানে একত্র করে রাখা হলো। আশাকরি পরবর্তীতে আরো লেখার লিঙ্ক এখানে যুক্ত করা হবে ।
১. ডিমেনশিয়া রোগে আপন মানুষগুলো যখন জীবন থেকে হারিয়ে যায়!

২. অস্থিরতা কমিয়ে ফেলুন
৩. প্রবলভাবে বিশ্বাস রাখুন মনের ভেতর, নিজের নিয়ন্ত্রণ নিজেই করুন 
৪. সন্দেহ না করার মানসিকতা গড়ে তুলন 
৫. অন্যের কাছে গ্রহণযোগ্য হওয়ার সহজ উপায়
৬. মন প্রফুল্ল রাখুন 
৭. জীবনে কৌশলী হোন, সাফল্য আপনারই হবে
৮. আসুন নিজের সৃষ্টিশীল গুণটাকে কাজে লাগাই

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।