'কোন বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো' বেঞ্জামিন ডিজরেইলির এই কথাটা আমার অনেক পছন্দের । আর এই কথার সূত্র ধরেই নিজের ভাষার বানান সম্পর্কে বানান নিয়ে ব্লগ লেখা শুরু করেছি।
অনলাইনে অনেক ভুল বানানের প্রচলন ঠেকাতেও এই আয়োজন কাজে আসবে বলে মনে করি। কেননা একই শব্দের ভুল বানান বেশি চালু হয়ে গেলে যারা অনলাইন থেকেই বানানে বেশি সাহায্য নিয়ে থাকেন তারা ভুল বানানটাকেই ঠিক বলে মনে করবেন।
অ
♦অস্বস্থিকর না হয়ে অস্বস্তিকর হবে। যার অর্থ মনের অশান্তি, অস্বাচ্ছন্দ্য, দৈহিক অচ্ছন্দতা
আ
♦আগ্রহউদ্দীপক না হয়ে আগ্রহোদ্দীপক হবে।
আগ্রহ+উদ্দীপক (অকার+উকার=ও-কার। কাজেই হ+উ মিলে হো
♦আমার ভাই এর রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি। আমি কী ভুলিতে পারি?
এখানে কী এর বদলে কি হবে। কেননা কি দিয়ে "হ্যাঁ" অথবা "না" জবাব হবে ।♦আল্পণা না হয়ে আলপনা পৃ: ১২৫
ই
♦ইংরেজী না হয়ে ইংরেজি হবে। (বিদেশী)
ক
♦কস্ট হবে না, কষ্ট হবে
♦কারন না হয়ে কারণ হবে। পৃ: ২৫৪-২৫৫
খ
♦খন্ড না হয়ে খণ্ড হবে। পৃ: ৩০৭
গ
♦গন মানুষ না হয়ে গণ মানুষ হবে। পৃ: ৩৩৯
চ
♦চীজ না হয়ে চিজ হবে [cheese]
ত
♦তৈরী না হয়ে তৈরি হবে
দ
♦দুঃশ্চিন্তা হবে না, দুশ্চিন্তা হবে। যার অর্থ দুর্ভাবনা, অশুভচিন্তা, কুচিন্তা, উৎকণ্ঠা (উৎকণ+ঠা) পৃ: ৬১৬
♦দুর-অবস্থা না হয়ে দুরবস্থা হবে। পৃ: ৬১২
ধ♦ধারনা না হয়ে ধারণা হবে। পৃ: ৪৩৭
ন
♦নিরবিচ্ছিন্নতা হবে না, নিরবচ্ছিন্নতা হবে। পৃ: ৬৮৯
♦নির্বান হবে না, নির্বাণ হবে। পৃ: ৬৯৪
প
♦প্রাতীচ্য না হয়ে প্রতীচ্য হবে। প্রতীচ্য অর্থ হলো পাশ্চাত্য, পশ্চিম দিকের দেশ সংক্রান্ত।
পৃ: ৭৮৩
♦পর্তুগীজ না হয়ে পর্তুগিজ হবে । (বিদেশী)♦প্রাইমারী হবে না, প্রাইমারি হবে। (বিদেশী)
♦♦প্রতারনার স্বীকার না হয়ে প্রতারণার শিকার হবে।
♦প্রতারনা না হয়ে প্রতারণা হবে। পৃ: ৭৭৯
স্বীকার (মেনে নেয়া) না হয়ে শিকার (আক্রান্ত) হবে। পৃ: ১০৭৯
ব
♦বাহীনি না হয়ে বাহিনী হবে। পৃ: ৮৬৪♦বিষন্নতা (বিষন+নতা) হবে না, বিষণ্নতা (বিষণ+নতা) হবে। পৃ: ৮৮৭
♦বিভৎস্য হবে না, বীভৎস হবে। পৃ: ৮৯১
♦বিলাশিতা না হয়ে বিলাসিতা হবে।পৃ: ৮৮৫
♦ব্যাথা না হয়ে ব্যথা হবে। পৃ: ৯০৮
♦বাংলা একাডেমী না হয়ে বাংলা একাডেমি হবে ।
♦বেশিক্ষন হবে না, বেশিক্ষণ হবে [ক্ষণ]
ভ
♦ভয়ংকর এই শব্দটি বানানের দিক থেকে ভয়ঙ্কর হবে । পৃ: ৯১৮ ( শব্দের মধ্যে ক বর্গীয় বর্ণের সাথে ং এর বদলে ঙ সংযুক্ত হয়)
ম
♦মিশ্রন হবে না, মিশ্রণ হবে
♦মূর্তী না হয়ে মূর্তি হবে।
♦মৃত্যুদন্ড (ন+ড) না হয়ে মৃত্যুদণ্ড (ণ+ড)♦মেমোরী না হয়ে মেমরি হবে ।
র
♦রিভীউ না হয়ে রিভিউ হবে। (বিদেশী)
শ
♦শরীক না হয়ে, শরিক হবে [আরবি شريك]
♦শহীদ না হয়ে শহিদ হবে। শহিদ শব্দটি আরবি (বিদেশী) ভাষা থেকে আগত। যেসব
শব্দে হ্রস্বইকার এবং দীর্ঘঈকার দুই বানানেরই প্রচলন আছে সেসব শব্দে
হ্রস্বইকারকে বেছে নিতে পরামর্শ দেয়া হয়েছে।
স
♦সেকেন্ডারী হবে না, সেকেন্ডারি হবে । (বিদেশী)
♦সম্ভবনা হবে না, সম্ভাবনা হবে । পৃ: ১১২৮
♦সুস্থ্যতা না হয়ে, সুস্থতা হবে।
♦সেকেন্ড (ন+ড) second
♦সেকেন্ডারি (ন+ড) secondary (বিদেশী)
♦সমীকরন না হয়ে সমীকরণ হবে। পৃ: ১১২৪
হ♦হুমায়ুন আহমেদ না হয়ে হুমায়ূন আহমেদ হবে।
তথ্যসূত্র:
♦বাংলা একাডেমী (একাডেমি) ব্যবহারিক বাংলা অভিধান,পঞ্চদশ পুনর্মুদ্রণ, ২০১২, মূল্য: ৪০০
বি.দ্র: এখানে উল্লেখিত ভুল শব্দগুলো অনলাইন থেকে পাওয়া। প্রয়োজনমতো আপডেট হতে পারে।
Subscribe to:
Post Comments (Atom)
নির্বাচিত পোস্ট
'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই
প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।
-
আমরা সাধারণ কোন গবেষণা বা প্রতিবেদন তৈরী করার পর এতে ব্যবহৃত তথ্যের উৎস দিতে কার্পণ্য করি বা সঠিক ভাবে দিতে অনেকসময়ই অপারগ থাকি কিভাবে তথ্...
-
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শেষ বেলায় একটা কোর্সের এসাইনমেন্টের অপশন ছিল বই রিভিউ। যদিও ম্যাডাম নির্দিষ্ট একটা বইয়ের নাম উল্লেখ করে দ...
-
সাম্প্রতিক সময়ে আবিষ্কার করলাম বানানে বড্ড ভুল করছি । এর কী কী কারণ থাকতে পারে তা নিয়ে ভাবতে গিয়ে প্রথমেই যে বিষয়গুলো মনে এলো ১. মাতৃ...
No comments:
Post a Comment