Thursday, August 28, 2014

কাউন্সেলরের ডায়েরি : প্রবলভাবে বিশ্বাস রাখুন মনের ভেতর, নিজের নিয়ন্ত্রণ নিজেই করুন।।


প্রবলভাবে বিশ্বাস রাখুন মনের ভেতর, আমিই আমার নিজেকে নিয়ন্ত্রণ করবো।

সভ্যতা আগানোর সাথে সাথে মানুষের মনের বিকারও যে তদনুপাতে গভীর থেকে গভীরতর হতে পারে লাগামছাড়া অবিরাম অগ্রগতির অনিবার্য মূল্য হিসেবে অনেক সময়ই এমন বিপদের

ইঙ্গিত পাওয়া যায়। সভ্যতার সামনে এগিয়ে চলার সাথে সাথে আমাদের আদিম কামনা গুলি  নিজেদের ভেতরে অপ্রকাশিতভাবে জমতে থাকে-অবৈধ আদিম কামনা বলেতে শুধু নিষিদ্ধ যৌন কামনা নয় বরং অবৈধ ক্ষমতার লোভ, অবৈধ ভাবে অন্যের উপর প্রভাব বিস্তার, দখলদারী, রক্ত লিপ্সা ইত্যাদি আরো অনেক রকম ইচ্ছে থাকে যেগুলো সমাজ দ্বারা শুধু অস্বীকৃত তো নয়ই বরং তা যেই ব্যক্তি এসবের সাথে জড়িত থাকে তাকে আমরা কখনও ভালো ভাবে গ্রহণ করতে পারি না। আর তাই গড়ে উঠতে দেখা যায় মোসাদ বা মাফিয়ার মতো চক্রের। দেখা যায় বাংলা ব্লগ গুলোতে মাল্টি নিকের অবৈধ ব্যবহার যা মোটেও কাম্য নয় আমাদের স্বাভবিক জীবনের জন্যে। শুধু মানব জাতির পুরনো , আদিম হিংস্রতা নয় বরং প্রকৃতিতে প্রাণের বিবর্তনে মানুষের অবচেতন মনের যে অভিজ্ঞতার বহু স্মৃতি মানুষের মনের মাঝে থাকে তারই বহিঃপ্রকাশ ঘটে মানুষের মুখের আড়ালে লুকানো মুখোশ দ্বারা।
অবচেতন ভাবেই এসবের প্রকাশ কোন না কোন ভাবে মানুষের জীবনে প্রকাশিত হয়। এমনকি তা বাস্তবে প্রয়োগ করা না গেলে মানব মন তার পরিপুরণ করে নিজেদের অস্থির স্বপ্নের মাঝে। তবুও মানুষ তার অন্যায় ইচ্ছে গুলোর প্রকাশ কোন না কোন ভাবে করে থাকে।  আমাদের উচিত সেরা জীব হয়ে নিজেদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে এসব অযাচিত কাজ থেকে নিজেকে মুক্ত রাখা। পরিশেষে বলবো-
Self counseling is the best counseling.

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।