গল্পকার গল্প লিখেন নিজের কল্পনার রঙে রাঙিয়ে।
এখানে গল্প ক্যাটাগরিতে আমার লেখাগুলো মূলত জীবন থেকে নেয়া কথাই । কখনো দেখা, কখনো শোনা, কখনো পাশের, কখনো দূরের ঘটনাগুলো যখন আলোড়িত করেছে তাই লিখে প্রকাশ করতে চেয়েছি। কখনো নীরব প্রতিবাদ, কখনো পাঠকের চোখে আঙ্গুল দিয়ে অন্যায় দেখিয়ে দেবার চেষ্টা আবার কখনো নিজেকে
ভারমুক্ত করতে এসব লেখা ।
গল্প ক্যাটাগরিতে নিজের লেখাগুলো একত্রিত করতে গিয়ে দেখি অনেক লেখাই নিজের ব্লগসাইটে রাখা হয়নি। সব লেখাকে একত্রিত রাখতে তাই এই সঙ্কলন । আশা করি পরের লেখাগুলোও এখানে আপডেট হবে ।
২১. অনুগল্প: মায়ায় জড়ানো জীবন
২০. অবদমিত অভিমান-পরের কথা
১৯. নিজেকে হারায়ে খুঁজি
১৮. অনুগল্প : লাল ডায়েরি
১৭. অনুগল্প: প্রতিদান
১৬. অনুগল্প: পরিচয়হীন
১৫. অবদমিত অভিমান
১৪. অনুগল্প: ভারপ্রাপ্ত
১৩. অনুগল্প: সম্পর্ক
১২. অনুগল্প: অক্সিজেন
১১. অনুগল্প: উষ্ণতা
১০. অনুগল্প: শুভমিতা
৯. অসমাপ্ত
৮. ♣সেলিব্রেটি♣
৭. ♣উপলব্ধি♣
৬. ♣"শোধ"♣
৫. ♣☻বিশ্বাসঘাতক!☻♣
৪. দীর্ঘশ্বাসের ইদ
৩. তুই তো বেডা হইয়া গেছস !
২. অনুগল্প: বোবা অভিমান
১. অনুগল্প: বৃষ্টি বিলাসী
Subscribe to:
Post Comments (Atom)
নির্বাচিত পোস্ট
'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই
প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।
-
আমরা সাধারণ কোন গবেষণা বা প্রতিবেদন তৈরী করার পর এতে ব্যবহৃত তথ্যের উৎস দিতে কার্পণ্য করি বা সঠিক ভাবে দিতে অনেকসময়ই অপারগ থাকি কিভাবে তথ্...
-
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শেষ বেলায় একটা কোর্সের এসাইনমেন্টের অপশন ছিল বই রিভিউ। যদিও ম্যাডাম নির্দিষ্ট একটা বইয়ের নাম উল্লেখ করে দ...
-
সাম্প্রতিক সময়ে আবিষ্কার করলাম বানানে বড্ড ভুল করছি । এর কী কী কারণ থাকতে পারে তা নিয়ে ভাবতে গিয়ে প্রথমেই যে বিষয়গুলো মনে এলো ১. মাতৃ...
No comments:
Post a Comment