Tuesday, April 29, 2014

জীবনে কৌশলী হোন, সাফল্য আপনারই হবে


স্বাভাবিক সফল মানুষের জীবনে শরীর না মেধা- কোনটা কাজে লাগে বেশি? অনেকেই বলবেন মেধা, কেউ কেউ বলতে পারেন শরীর ঠিক না থাকলে কিছুই ঠিক নেই।হ্যাঁ, সফল জীবনের জন্য সুস্থ শরীরে প্রয়োজন তো রয়েছেই সেই সাথে মেধার প্রয়োজন আরো বেশি। মেধাকে কি ঠিক মতো কাজে লাগাচ্ছি আমরা?
২৫ বছর ধরে এক বেসরকারী কোম্পানীতে চাকুরী করছে জনাব রুহুল, সারাদিন খেটে মরে কিন্তু তার চেয়ে শতগুন কম কায়িক পরিশ্রম করে তার ছয় মাসের বেতন একমাসেই পান জনাব মোস্তাক। কেন এমনটি হয়?

একটি গল্প শুনুন তবে-
রাজার দেহরক্ষী মদন একবার রাজার কাছে অভিযোগ করলো-মহারাজ আপনার একি অন্যায়, মন্ত্রী মহাশয় মাত্র কিছুক্ষণ সময় থাকেন আপনার পাশে, কিছু পরামর্শ করেন এই শেষ আর এই বান্দা দিন রাত সব সময় জীবন বাজী রেখে আপনার খেদমতে হাজির। অথচ আমার বেতনের প্রায় একশত গুন বেশি বেতন পান মাননীয় মন্ত্রী মহোদয়।

রাজা তখন মুচকি হেসে বললেন-‘শুনলাম আমার পাশের বাড়ির এক প্রজার একটি ভেড়ার বাচ্চা দিয়েছে, তার ভেড়ার বাচ্চাগুলোর একটু খোঁজ খবর নিয়ে আসোতো মদন’- একটু পরেই মদন হাজির,

রাজা জিজ্ঞেস করলেন –কয়টি বাচ্চা?
মদন বললো-চারটি হুজুর।
কয়টি মাদী, কয়টি মর্দা বাচ্চা?
মদন বললো –তা তো শুনিনি মহারাজ।
মহারাজ-আবার দেখে এসো।
দ্বিতীয় বার মদনকে রাজা জিজ্ঞেস করলো ঐ প্রজার নাম কি?
বাচ্চা গুলো কোন রংয়ের?
মাথা চুলকিয়ে মদন বললো-‘মহারাজ ঐ প্রজার নাম তো জিজ্ঞেস করিনি আর বাচ্চাগুলোর গায়ের রংও তো সেভাবে দেখিনি’
রাজা বললো, আবার তাহলে যেতেই যে হয় মদন।
এভাবে বার কয়েক মদনের দৌড়াদৌড়িতে যখন নাভিশ্বাস অবস্থা, তখন মন্ত্রী মহোদয় উপস্থিত হলেন দরবারে।
রাজা বললেন-‘মন্ত্রী সাহেব, শুনলাম পাশের বাড়ির এক প্রজার একটি ভেড়া বাচ্চা দিয়েছে, দেখবেন একটু খোঁজ করে?
কিছুক্ষণ পর মন্ত্রী ফিরে এসে বললেন-‘মহারাজ, স্বর্গীয় যদু নাথের দ্বিতীয় পুত্র অজয় নাথের ভেড়ার বাচ্চা হয়েছে চারটি। যার তিনটি মর্দা, একটি মাদী বাচ্চা। দুইটি লালচে, একটির গলায় সাদা দাগ আছে, অন্যটি সাদা কালো মিশ্রিত। তিনটি বাচ্চা সুস্থ আছে। একটি বাচ্চা দুধ খাচ্ছে না। এটা ঐ মা ভেড়ার তৃতীয় বার প্রসব’।

এবার আপনি আসুন।মন্ত্রীকে বিদায় দিয়ে রাজা তাকোলেন মদনের দিকে ।
মদন বললো –মাফ করবেন মহারাজ। এজন্যই আমি দেহরক্ষী আর উনি আপনার পরামর্শ দাতা।

কৌশলী হোন, জীবনে সাফল্য আপনারই হবে।
Best of luck.

--------
তারুণ্য ব্লগে প্রকাশ :
৩০/১০/২০১৩

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।