সুপরিচিত মাধ্যমে নিজের লেখাটি দেখতে সাধারণত সকল লেখকেরই কাম্য হতে পারে । আর সেই লেখাগুলি বই আকারে প্রকাশিত হলে তা লেখকের লেখার উৎসাহ বাড়িয়ে দেয় অনেকগুণ।
অনলাইনে লেখেন এমন অনেকেরই প্রকাশিত এক বা একাধিক বই রয়েছে। অনেকেই লিখেছেন অনেক কিন্তু বই আকারে প্রকাশের ভাবনা আসেনি বা কীভাবে বই প্রকাশ করবেন তা নিয়ে সঠিক কোন পরিকল্পনা গ্রহণ করতে পারেন নি।
যারা লিখছেন কিন্তু এখনও বই আকারে নিজের লেখা প্রকাশিত হয়নি তাদের জন্যে মূলত এই লেখা।
বই প্রকাশ কয়েকভাবে করা যেতে পারে
কোন প্রকাশক যদি লেখকের লেখা প্রকাশের জন্যে নির্বাচন করে নিজের খরচে প্রকাশ করেন।
এছাড়া কোন প্রকাশক নির্দিষ্ট সংখ্যক বই প্রকাশ করে দিবেন তাকে খরচের টাকাটা দিয়ে দিতে হবে।
অথবা স্বীকৃত আরেকটি মাধ্যম আছে প্রকাশক নির্দিষ্ট সংখ্যক বই প্রকাশ করে দিবেন তাকে ৪০% কমিশনে বইগুলো কিনে নিতে হবে। এক্ষেত্রে কিনে নিলেও প্রকাশক নিজ দায়িত্বেই বিক্রীর