Sunday, April 19, 2015

গল্প, অনুগল্পগুলোর সঙ্কলন

গল্পকার গল্প লিখেন নিজের কল্পনার রঙে রাঙিয়ে।
এখানে গল্প ক্যাটাগরিতে আমার লেখাগুলো মূলত জীবন থেকে নেয়া কথাই । কখনো দেখা, কখনো শোনা, কখনো পাশের, কখনো দূরের ঘটনাগুলো যখন আলোড়িত করেছে তাই লিখে প্রকাশ করতে চেয়েছি। কখনো নীরব প্রতিবাদ, কখনো পাঠকের চোখে আঙ্গুল দিয়ে অন্যায় দেখিয়ে দেবার চেষ্টা আবার কখনো নিজেকে

কাউন্সেলরের ডায়েরি থেকে সঙ্কলন


সময়গুলোকে কাজে লাগাতে, জীবনকে সাজাতে, রাঙাতে নিজের নিয়ন্ত্রণ নিজেকেই করতে হয়। নিজেই নিজের মনের ডাক্তার হতে হয়, হতে হয় নিজের সেরা বন্ধু। তবেই সম্ভব প্রকৃত মুক্তি। নিজেকে ভালোবাসলেই এটা সম্ভব।

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।