Sunday, June 15, 2014

উত্তরাধুনিক কথকতা

১. লোহা যেমন নিত্য ব্যবহার না করলে মরচে পড়ে যায়,
ভালোবাসাও তেমনি যত্ন না পেলে অপরিচিত হয়ে যায়...

২. ভালোবাসার অস্তিত্ত্ব মরে না...পারিপার্শিকতায় শুধু রং বদলায়...

৩. বিবাহের সম্বন্ধে পাত্রের যোগ্যতা লাগে পেশা আর অর্থনৈতিক অবস্থা (যা সে অর্জন করেছে)
পাত্রীর যোগ্যতা লাগে গায়ের রং, চেহারা আর পরিবার ...(যা তার নিজের অর্জিত নয়)

কবিতা : অসমাপ্ত কাহিনী

কচ্ছপের মতো কামড়ে পড়ে আছি শতবর্ষী হয়ে।
মলিন, চিতি পরা শতছিন্ন এই আমাকে দেখে
ঘেন্নায় রি রি করে উঠে তোমার শরীর!
অথচ এই আমার কাছ থেকেই

ক্লোরোফিল হয়ে সবুজ করে রেখো

জেনে রেখো তোমার অজান্তেই আমার প্রতি তোমার একপলকের দৃষ্টি নিক্ষেপ বাদ পড়ে যাওয়াই আমার ভাবনার, দুশ্চিন্তার, হতাশায় কুকড়ে যাওয়ার

মোবাইল ইউজার

প্রিয় প্রেরক,
আপনার পছন্দের মানুষদের শুভেচ্ছা পাঠাচ্ছেন মোবাইলে বা ফোন করছেন শুভেচ্ছা জানিয়ে ।

অনেক কন্ঠের ভীড়ে আপনার কন্ঠটি অনেকদিনের অনভ্যাসে অপরিচিত হয়ে উঠতে পারে বা মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তার কাছে আপনার

কবিতা : ভন্ড দেশপ্রেমিক

জনদরদী, গরীবের বন্ধু তুমি বটে
দান-খয়রাতে তুলনাহীন তুমি
তোমার নামে কতো রটনাই রটে ।
কালিমা সকলি পকেটে ঢুকিয়ে 

কবিতা : ধন্যবাদ তোমায়

ক্ষমতার তেজ আজ আমিও বুঝি
একদিন যেই তেজ দেখিয়েছো তুমি ।
অর্থের বাদ্য আমারও বাজে
অথচ, কতো অনর্থই না করেছো এই অর্থ নিয়ে ।
সময়গুলো সবসময় তোমারই থাকবে,

কবিতা : আড়ালের তুমি

তোমাকে কারো সম্মুখে দাঁড় করাইনি
আঁধারে সবার আড়ালেই আছো তুমি ।
মিছে ভয়ে সিঁটে থাকার অভ্যেসটা বাদ দাও এবার
দেখ, তোমার সামনে এই আমি

কবিতা : সীমাবদ্ধ আমি

আমার সীমাবদ্ধতা আমি স্বীকার করে নিচ্ছি...
আমি আজও সন্দেহের চোখে তাকাই
দেখি, তোমার কপালে নজর টিপটি 

ঠিকমতো লাগানো আছে কি না ।
বারে বারে ঘুরে ফিরে দেখি

শূন্য মন!


শূন্য মন তেপান্তর
বারংবারের রূপান্তর
নতুন করে চাইতে গিয়ে
হোঁচট খেয়ে খুঁড়িয়ে পায়ে
নিজের সাথে নিজেই যুঝে

আত্নবলম্বন

চেয়েছিলাম আর কিছুটা সময়
তোমার সময়টুকু নিয়ে তুমি হেটেঁছো তোমার পথে
ভেবেছিলে কি, আমার পথ ফুরিয়ে গেছে ?
আমি হেঁটেছি, অনেকটা পথ , আজ বহুদিন পরে

সে

পেছনের একজন...
নীরবতার আড়ালে থাকা একজন
প্রতিনিয়ত নীরব থেকেই আমায় বলছে,
এগিয়ে যাও বন্ধু...
পাশেই আমাকে পাবে ।
আমি রক্তাক্ত রাজপথ পাড়ি দেবার ভয়ে থমকে দাড়াই !

অনন্ত চেষ্টা


কতোটা চেষ্টা করার পর
তুমি ভাববে আমায় হারাতে পেরেছো ?
চেষ্টা করে দেখো অনন্তকাল ধরে ...
আমি তারপরও ভালো থাকবো ।

ভুল নয় ফুল

ভুল গুলো সব ফুল হয়ে যায়
সহজ করে নিলে,
ভুলের বদল আমায় তুমি
ফুলই না হয় দিলে ।।

গাধাদের সম্মেলন

হ্যাঁ, ছেলে শুনছি...
বলো, আমি শুনতে পাচ্ছি তো ।
শুনো, কবি আর গাধা
ওদের মাঝে ফারাক খুব কমই ।
আজকাল নাকি কাক আর কবিদের সংখ্যা
বড্ড বেড়ে গেছে...
ছেলে, তোমার কি মনে হয় না,
ওতে কিছু গাধারাও কবি হতে চায়...?
যাদের আমরা কবি বলে মানি ।।

বন্ধু

বন্ধু তো আর খেলনা নয়,
ইচ্ছে হলে সরিয়ে দিলাম
ইচ্ছে হল ডেকে নিলাম ।
না না
বন্ধু হলো,

আবিষ্কারের নেশা

আবিষ্কারের নেশায় তোমায় পেয়ে বসেছে...
তাইতো রোজ আমায় এতো এতো প্রশ্ন করো !
তোমার কি মনে হয়, প্রশ্ন করেই তুমি আমায় জেনে যাবে ?
তবে একটা প্রশ্নপত্রই তৈরী করে ফেল...

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।