১৩ জুলাই ২০১৪
১১:১৮ রাত
সম্ভবত ১৯৯০ (যদি স্মৃতি ভুল করে না থাকে) বাইরের ঘরে বড় ভাই ও তার বন্ধুরা মিলে ফুটবল খেলা দেখছে। চরম উত্তেজনা বিরাজ করে ঘরের মধ্যে। তারা সবাই আর্জেন্টিনার সাপোর্টার। আমার এটুকু মনে আছে তাদের কোন খেলোয়ার ম্যারাডোনার হাত পা দিয়ে মারিয়ে দিয়েছিল, আর ম্যারাডোনা ব্যাথায় সে কী তরপানি...!