Friday, April 8, 2016

বানান সতর্কতা: ডায়েরির পাতা থেকে




এই পোস্টের মূল উদ্দেশ্য নিজের বাংলা বানানের প্রতি সচেতন হওয়া এবং সেই সাথে অন্যদেরকেও সচেতন হতে সহায়তা করা। কাজটি প্রতিদিনের অভ্যাসে পরিণত করার উদ্দেশ্যে এভাবে চোখের সামনে পোস্টটিকে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে যেনো ভুলে যাওয়ার কোন সুযোগ না থাকে ।
১৪ এপ্রিল ২০১৬
উঁকিঝুঁকি: বি. আড়াল থেকে বারবার এদিকে ওদিকে তাকিয়ে দেখার চেষ্টা
শব্দ সূত্র: উকিঝুকি, ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

১৩ এপ্রিল ২০১৬
কাহিনি: বি. ১. বৃত্তান্ত ও বিবরণ ২. গল্প; আখ্যান; উপন্যাস [পৃ. ৩০৫]
শব্দ সূত্র: কাহিনী, ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮


১২ এপ্রিল ২০১৬
দৌরাত্ম্য: বি. ১. দুরাত্মার কাজ, উৎপীড়ন ২. পাপাচার ৩. দূরন্তপনা ৪. কুস্বভাব [পৃ. ৬৭৯]  
শব্দ সূত্র: দৌড়াত্ব, দৌড়াত্ব, ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬ [আরজু পনি, ♣ঢাকা শহরের রাস্তা কাদা পানিতে ডুবে থাকার যত্তো সুবিধা♣ ,৫২ নম্বর মন্তব্য, ]

১১ এপ্রিল ২০১৬
মোবাইলগ্রাফি : যেহেতু মোবাইল শব্দটি বিদেশী তাই মোবাইলে তোলা ছবিগুলোর পোস্টকে "মোবাইলগ্রাফি" বলা যেতে পারে ।

সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই এবং উ এবং কারচিহ্ন " ি" "ু" ব্যবহৃত হবে। [পৃ.১৪১২]

শব্দ সূত্র: মোবাইলগ্রাফী, ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২, নিপা, সামু

১০ এপ্রিল ২০১৬

জনৈকা
: (স্ত্রী বাচক শব্দ)-অনির্দিষ্ট কোন একজন [পৃ. ৫০০] 
শব্দ সূত্র: জৈনিকা, ১০ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১২, নিপা, সামু


৯ এপ্রিল ২০১৬
ধর্ষণ: অত্যাচার, বলাৎকার [পৃ. ৬৯৫] 
শব্দ সূত্র: ধর্ষন, ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮, নিপা, সামু

৮ এপ্রিল ২০১৬

 ঠান্ডা (ঠা+ন+ডা) -বিণ. শীতল, স্নিগ্ধ, শান্ত, শীতলকারী [বি. হিম, শৈত্য-পৃ. ৫৬০]

৭ এপ্রিল ২০১৬

কেলেঙ্কারি (উচ্চারণ-কেলেংকারি), বি. ১. কলঙ্ক, অপযশ, নিন্দা। ২. নিন্দাজনক কাজ [পৃ. ৩৩৩]
শব্দ সূত্র: কেলেংকারী, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৮, নিপা, সামু





শব্দের অর্থ :


১. নিপা,সামু: 
নির্বাচিত পাতা, সামহোয়্যারইন ব্লগ
২. পৃ.- পৃষ্ঠা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রথম প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০১৬,


তথ্যসূত্র: 
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রথম প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০১৬,


বানান নিয়ে অন্যান্য পোস্ট:
১. বানান সতর্কতা : সচেতনতা চলুক বছরব্যাপী
২. ♣মাতৃভাষা সংকট : বানান সতর্কতা♣
৩. ♣বানান সতর্কতা : "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"♣

বিদেশি ভাষা
ইংরেজি শব্দ

1. Word of the day

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।