Thursday, April 7, 2016

সুখি হওয়া যায় কেমন করে ?!



নিজের চাহিদা, প্রয়োজন মেটানোটা স্বার্থপরতা নয়। অপর মানুষের কাছ থেকে কিছু নিলেই তাকে বঞ্চিত করা হয় না, যদি বিনিময়ে তাকে তার ন্যায্য পাওনা চুকিয়ে দেওয়া যায়। মানুষের সাথে মানুষের সুস্থ সম্পর্কটা গড়ে ওঠে মূলত দেওয়া নেওয়ার মধ্যেই। অন্যের চাহিদা পূরণ না করলে আমাদের নিজেদের চাহিদাও পূরণ হবে না।যার কাছ থেকে কোনো কিছু নিবেন বিনিময়ে তাকে এমন কিছু দিবেন যাতে সে আপনাকে কোনো কিছু দেবার বেলায় সন্তুষ্ট চিত্তে কৃতজ্ঞতার সাথে তা দেয়। তাকে সুখী করেই আমরা নিজেরা সুখী হতে পারি।


আসুন আমরা বিনিময় প্রথায় সুখী হই।



No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।