Thursday, April 7, 2016

জনপ্রিয় হওয়ার সহজ উপায়



আমরা অনেকেই আছি অন্যের প্রশংসা করার চেয়ে নিজের প্রশংসা অন্যের কাছ থেকে  শুনতে পছন্দ করি।
আমরা নিজেকে অনেক ভালোবাসি বলেই প্রশংসা শুনতে চাই।
তবে যার কাছ থেকে প্রশংসা শুনতে চাই সেও নিজেকে ভালোবাসে, সেও অন্যের কাছ থেকে প্রশংসা শুনতে চায়।

আবার এমন অনেককেই পাওয়া যাবে যারা নির্দ্বিধায় অন্যের প্রশংসা করার ব্যাপারে নির্ভেজাল আন্তরিক । সে অন্যের আত্নপ্রেমকে মর্যাদা দিয়েই এই কাজটি করে থাকেন।


আরেক পক্ষ আছেন যারা প্রশংসা করতে যেয়ে ছলনার আশ্রয় নিয়ে থাকেন, যাকে আমরা নঞর্থক ভাবে পাম মারা বলে থাকি। এটা মানুষের মর্যাদা বৃদ্ধির চেয়ে মানুষকে ছোট করে বৈ বড় করে না।

যতযাই হোক, প্রশংসার ব্যাপারে দরকার-অদরকারের ধার না ধেরে যদি আগামী একটা সপ্তাহ দৈনিক অন্তত পাঁচজনকে মন খুলে প্রশংসা করতে পারি তবে আমাদের হৃদয়ের আঙ্গিনার প্রসারতাও যেমন বাড়বে তেমনি অন্যের কাছে আমাদের গ্রহণযোগ্যতাও বাড়বে...তখন অন্যেরাও বাধ্য হবে আন্তরিক হয়ে আমার/ আপনার প্রশংসা করবে।

আর তাই প্রশংসিত হতে চাইলে চলুন অন্যের প্রশংসা করি...আজ এখন থেকেই।

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।