Thursday, August 11, 2016

ফটোগ্রাফি : বিজয় ভ্রমণ


আমাদের আজকের বিজয় দিবসের ভ্রমণ ছিল ঢাকার সদর ঘাট থেকে লঞ্চ যোগে মুন্সীগঞ্জ।
লঞ্চের সারেং যে কম্পাস ব্যবহার করেন।
সদরঘাট থেকে যে লঞ্চে উঠেছিলাম তা খুব একটা উল্লেখযোগ্য মানের ছিল না। তবুও যাত্রা ছিল আনন্দের। লঞ্চের সারেং লঞ্চ চালাচ্ছেন।

লঞ্চের বিস্তারিত বর্ণনা।
যাত্রাপথে যে লঞ্চগুলো দৃষ্টিসীমানায় ছিল তা ক্যামেরারা চোখে ধরে রাখার চেষ্টায় নিচের ছবিগুলো...








মুন্সীগঞ্জের লঞ্চঘাটের পাশেই রয়েছে এই কাঠ কাটার কল।

লঞ্চঘাট থেকে নেমে ২০টাকা রিক্সায় যেতে এই পুরাকীর্তি।

১৯৯১ সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কারপ্রাপ্ত
বাইরের দেয়াল লিখন থেকে শিক্ষণীয় অনেক কথাই দেখা যায়...তার একটিকে ক্যামেরায় ধারণ করার চেষ্টা।
তিনতলা বিশিষ্ট এই লঞ্চটি মুন্সীগঞ্জের ঘাটে ভীড়ে না তাই সেখান থেকে আমাদের মতো ঢাকাগামী যাত্রিরা চাঁদপুর থেকে ঢাকার পথে আসতে নৌকা করে মাঝনদীতে যেয়ে এই লঞ্চের যাত্রী হয়।


সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ।।

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।