রংধনুর ঐ সাত রং
সাতটি বীরের প্রতীক ?
এই নিয়ে যে সারাক্ষণই
ভাবছে বসে আতিক ।
দুপুর বেলা ডাকছে মা তার
ভাত যে খেতে হবে-
খেতে বসলে রংধনু কি
আকাশটাতে রবে ?
রংধনুর ঐ লাল রং কি
সাতটি বীরের রক্ত ?
স্বাধীন করে বাংলাদেশকে
তাদের নাম হবে কি পোক্ত ?
এতো কিছু ভেবে তবুও
(আতিক) কিছুই খুজেঁ পায় না ।
সাতটি বীরের কথা সবই
জানা যে তার হয় না ।
------------
টিন বয়সের কবিতা
No comments:
Post a Comment