Thursday, May 1, 2014

♣ থেকো বন্ধু জীবনভর ♣


'বন্ধুত্ব' শব্দটির অর্থ অনেক ব্যাপক । কোন নির্দিষ্ট সংজ্ঞায় বন্ধুত্বকে আবদ্ধ করা সম্ভব নয় । বন্ধুত্ব হতে পারে যে কারো সাথেই...বয়স, সম্পর্ক কোন কিছু হিসেব না করেই । জীবনের শুরুতে অনেকেরই সবচেয়ে প্রিয় বন্ধুটি হতে পারে মা-বাবা, ভাই-বোন...এভাবেই বন্ধুত্বের বিস্তৃতি লাভ করতে পারে পৃথিবীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ।
বিভিন্ন সময়ে বন্ধুত্ব নিয়ে লেখা কিছু অনুভুতির প্রকাশ -



♥ জানি না তোমার বন্ধু হতে পেরেছি কি না...
কিন্তু হৃদয়ের অনুভবে তোমায় বন্ধু বলে মেনেছি পরম বিশ্বাসে।


♥ বন্ধুত্বের সম্পর্কে আমি কখনোই মৌসুমি পাখি হতে রাজি নই ।
বন্ধুত্বে সম্পর্ক জীবনব্যাপি ।


♥ বন্ধুত্ব হলো হাসতে হাসতে গালে পেটে ঘুষি মারার পর,
পেট চেপে ককিয়ে উঠার পর-
'দোস্ত, বুঝি নাইরে, তুই যে এমন তুলার শইলের...
মাফ কইরা দে দোস্ত...' এমন ।


♥ বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু
আর প্রেম মানে সম্পর্কের শেষ ।
প্রেম হলো অভিশাপের নাম
বন্ধুত্বে যখন অভিশাপ লাগে তখন প্রেম হয়
বিনাশ হয়
ধ্বংস হয়।

 

♥ বন্ধুত্বের বাস সাগরে আর প্রেমের বাস পুকুরে ।
(এই লাইনের আইডিয়া 'শেষের কবিতা' থেকে নেয়া ।)

 

♥ বুকের বাম অলিন্দে অনুভবে ভীড় করে রাখা খুব হাতে গোনা যে কয়জন মানুষকে সারা বছর যেই প্রিয় শব্দ, বাক্যগুলো বলা হয় না, বলতে পারি না অস্বস্তিতে... বন্ধু দিবসের নামে বিশেষ দিবসগুলোর উছিলায় এইতো সুযোগ !
তাই সুযোগে বলেই ফেলি, বন্ধুত্ব হচ্ছে আয়নার মতো যেখানে নিজেকেই দেখতে পাওয়া যায়...

 

♥ বন্ধুত্ব হচ্ছে পরশ পাথরের মতো...
♥ বন্ধুর কাছে অধিকার কখনো আশা করতে হয় না
সেটা এমনিতেই প্রতিষ্টিত হয়ে যায় ।

 

♥ বন্ধুত্বে কোন সীমা থাকে না । যা থাকে তা অদৃশ্য, দেখা যায় না ।
 

♥ একজন বন্ধুর সাথে তাবৎ পৃথিবী শেয়ার করা যায়
যেটা শুধু বন্ধুর কাছেই সম্ভব ।
অন্য সম্পর্কগুলোতেই বরং হিসেব নিকেশ করে চলতে হয়
মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান
সবার কাছেই একটা নির্দিষ্ট সীমানায় যেয়ে ঠেকে যেতে হয়
আর জাগতিক প্রেম প্রীতি...সেই সব সর্ম্পকের অশান্তির কথা না হয় নাই বললাম ।

 

♥ নেই আবেগের আতিশয্য
নেই কোন কথার চাতুর্য
নেই এতো দেখা দেখি
নেই কোন বাড়াবাড়ি
তবুও, সেটাই বন্ধুত্ব ।

 

♥ বন্ধু সেই যার সাথে কোন লুকোচুরি নয়, কোন গোপনীয়তা নয়...স্বচ্ছ কাচের মতো...একজন আরেকজনের ভেতরটা দেখতে পারে পুরোপুরিই । সেই আসল বন্ধু ।
 

♥ বন্ধুত্ব হলো মেজাজ খারাপ হলে ব্লক করে দেয়া X(
আর...
মেজাজ ঠান্ডা হলে পুণরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো !:#P

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।