Sunday, July 24, 2016

দেখে এলাম টুঙ্গিপাড়ায় প্রিয় নেতার সমাধিসৌধ

১৪ তারিখ ভোর ৫টায় যাত্রা শুরু। মাওয়া থেকে ফেরি করে মাদারীপুর হয়ে গোপালগঞ্জ। বঙ্গবন্ধু সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ দেখে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি দেখার উদ্দেশ্যে যাত্রা। সন্ধ্যা হয়ে যাওয়ায় আর ভেতরে ঢোকা হয়নি। তারপর পর্যটনের হোটেল মধুমতিতে রাত্রি যাপন। ১৫ তারিখ ভোরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ দেখে এলাম।
মনের ভেতর গানটার করুণ সুর বাজছিল...
যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই...














শেখ রাসেল পৌর শিশু পার্কে ঢোকার সুযোগ হয়নি  কেননা তখনো গেট খোলার সময় হয়নি।


No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।