Sunday, June 5, 2016

♣নিজেই করি পাসওয়ার্ড সমস্যার সমাধান♣




নিজেই করে ফেলি নিজের সমস্যার সমাধান। কথায় আছে প্রয়োজনই আবিস্কারের জননী। প্রয়োজন নেই পাসওয়ার্ড রিসেট-এর।

আপনাকে ব্লগে লগইন হতে যা যা করতে হবে:

১। যেই মেইল ঠিকানা দিয়ে ব্লগ নিকটি রেজিস্ট্রেশন করেছেন তাতে সাইন ইন করে নিন একটা ট্যাবে।

২। আরেকটা ট্যাবে সামহোয়্যারইন-এ প্রবেশ করুন।

৩। এবার নিজের ইউজার নেইমটি জায়গামতো টাইপ করে নিন।

৪। ছবিতে দেখুন, পাসওয়ার্ড ভুলে গেছেন লিঙ্কে ক্লিক করুন।



৫। আপনার ওপেন করা সেই মেইল এড্রেসটির ইনবক্স চেক করুন। না পেলে জাঙ্ক/স্প্যাম চেক করুন। পেয়ে যাবেন নিশ্চিত। আমি পেয়েছি, কাজেই আপনারাও পাবেন ইনশাহআল্লাহ।

৬। এবার সেই মেইলের দেয়া লিঙ্কে ক্লিক করে ব্লগে এসে দ্বিতীয় ছবি অনুযায়ী


পাসওয়ার্ড আর ক্যাপচা বসিয়ে উদ্ধার করে ফেলুন নিজের ব্লগবাড়ির চাবি।

৭. ব্লগ নিক সম্পর্কিত মেইল এড্রেসটি হারিয়ে গেলে কর্তৃপক্ষের কাছে মেইল করে দেখতে পারেন অথবা
নতুন আরেকটি নিক দিয়েই না হয় শুরু করুন ব্লগিং ;)


---------
পোস্টটি বিশেষভাবে উৎসর্গ করছি শিরিন সুলতানা সাজি আপাকে। আর যারা পাসওয়ার্ডজনিত সমস্যায় আমার মতো হাহাকার করছিলেন।

Sultana Shirin Shazi বলেছেন, চাবি হারিয়ে গেছে,নিজের বাড়িতে ঢুকতে না পেলে কেমন লাগে,সেই অনুভূতি ছুঁতে পাচ্ছি......একদিন অনলাইনের সব সাইটে যদি এমন হয়,স্মৃতি থেকে সব হারিয়ে যাবে? এত কথা ,এত ছবি। মনটা বিষণ্ন হয়ে আছে। আমাদের ক্ষমতা আসলে খুব বেশি নাই কিছুতেই.........প্রকৃতি ,প্রযুক্তি সব কিছুর কাছেই আমাদের হারতে হয়......আশাকরছি আমরা আমাদের সামহোয়ারইন বাড়ির চাবি খুঁজে পারো.......নাহলে ,ঘুরে বেড়াবো নিজের বাড়িতে পরবাসি হয়ে।নির্বাক হয়ে।কথা বলতে পারবোনা.........অশরীরি আত্মার মত। ভাবতেই পারছিনা। .....শুভেচ্ছা আরজু। আবার দেখা হবে ব্লগবাড়িতে সেই প্রত্যাশা রাখছি।

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।