Friday, December 11, 2015

হয়তো কোথাও পাবে আমাকে...

কাছেই...
কোথায়ও আছি আমার নিজের মতো করে ।
আমার জীবনের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে
এই মানুষগুলোর দ্বারাই ।
হয়তো তাই...অথবা মায়ায় পড়ে গেছি
তাই ভালোবাসি এই এলাকার মানুষগুলো ।
কখনো আসবো অতিথির মতো করে।
আমি বড্ড আটকে থাকা মানুষ...
কোথায়ও একবার বাঁধা

পড়ে গেলে
বেরিয়ে আসতে পারিনা
অথবা হয়তো আসতে চাইনা ।
এই বাঁধা পড়ে থাকাটাই আমার অহঙ্কার ।
[উমহু এটা কবিতা নয় মোটেই, কবিতা লেখার চেষ্টাও নয়...ডায়েরির কথা।
আমার এই প্রিয় ডিজিটাল ডায়েরির একটা ছেঁড়া পাতা থেকে-]

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।