Thursday, May 1, 2014

প্রশ্ন ?

স্কুল জীবনে লেখা প্রথম কবিতাটা শিশু একাডেমি থেকে প্রকাশিত 'শিশু' পত্রিকায় প্রকাশিত হয়েছিল ক্লাস ফোরে (সিক্সেও হতে পারে) থাকতে । খুব যে আহামরি কিছু হয়েছিলো তা কিন্তু নয় । কিন্তু কেন ছেপেছিল জানি না । সেই কবিতা (ছড়া) লেখার মূল অনুপ্রেরণা ছিল আমার মায়ের প্রিয়, মহা সুন্দরী (মায়ের ভাষ্যমতে), মৃত (মায়ের পিঠাপিঠি বড় ), কবি বোন বিয়ের পর সন্তান জন্ম দেবার সময় যিনি আর কবিতা না লিখেই এই ধরাধাম ত্যাগ করেছেন ।
যাকে আমরা কখনও দেখিনি । ছোট বেলা থেকে শুধু মায়ের মুখেই তার কথা শুনে শুনে তার একটা মায়াময় চেহারা আমরা এঁকে ফেলেছিলাম আমাদের মানস পটে ।
সেই না দেখা খালার কবি প্রতিভায় অনুপ্রাণিত হয়েই মূলত কবিতা লিখার আগ্রহ পেয়েছিলাম । অপরিণত বয়সে অপরিপক্ক লেখা পরিপক্ক কবি, পাঠকদের কাছে নস্যি...কিন্তু তার পরও মনে হলো লেখা গুলো কয়েকটি করে শেয়ার করি ।


মাগো যুদ্ধ কেন হয় ?
কেন নয়- এ পৃথিবী শান্তিময় ?
আমরা কি চিরকাল
শোষিতই থাকব ?
সুখের আশা কি শুধু
মনের মাঝেই রাখব ?
(১৭)৫৭-তে যে স্বাধীনতা হারিয়েছিলাম
(১৯)৭১-এ কি তা ফিরে পেলাম ?

পরিবারে নিপীড়ন, সমাজে সন্ত্রাস
কারো কারো জেগে উঠে
দেশাত্ববোধ অকস্মাৎ ।
বক্তৃতা, মিছিল আর ধর্মঘট, অনশন
করে না তো সামাধান
বাড়ে শুধু টেনশন ।
স্বার্থের খাতিরে একত্রিত জনতা
স্বার্থ ভেঙ্গে গেলে
রয়নাতো একতা ।
একথায় সেকথায় এতোদূর এগুলাম
সবশেষে ধুরছাই পয়েন্টটাই হারালাম ।।


------------

টিন বয়সের কবিতা

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।