জনদরদী, গরীবের বন্ধু তুমি বটে
দান-খয়রাতে তুলনাহীন তুমি
তোমার নামে কতো রটনাই রটে ।
কালিমা সকলি পকেটে ঢুকিয়ে
নিজেতো থাকো দূরে সরে
তোমার অধীনের কর্মচারীকে
রাখো চাকরের অধম করে ।
মিষ্টি বুলিতে, নীতি কথায়
তোমার তুলনা তুমি
দেশপ্রেমি তুমি, আপোষহীন নেতা
অন্যায়ের বিরুদ্ধে কাঁপাও ভুমি ।
থু থু দিয়েছে ক'জনা তোমায়
জান কি তাদের কথা ?
কতো অভিশাপ বয়ে চলেছো
পায়ের নিচে চাপা দিয়ে হায়
শতমানুষের বুকের ব্যাথা ।
(১৯ মার্চ ২০১৪)
দান-খয়রাতে তুলনাহীন তুমি
তোমার নামে কতো রটনাই রটে ।
কালিমা সকলি পকেটে ঢুকিয়ে
নিজেতো থাকো দূরে সরে
তোমার অধীনের কর্মচারীকে
রাখো চাকরের অধম করে ।
মিষ্টি বুলিতে, নীতি কথায়
তোমার তুলনা তুমি
দেশপ্রেমি তুমি, আপোষহীন নেতা
অন্যায়ের বিরুদ্ধে কাঁপাও ভুমি ।
থু থু দিয়েছে ক'জনা তোমায়
জান কি তাদের কথা ?
কতো অভিশাপ বয়ে চলেছো
পায়ের নিচে চাপা দিয়ে হায়
শতমানুষের বুকের ব্যাথা ।
(১৯ মার্চ ২০১৪)
No comments:
Post a Comment