ক্ষমতার তেজ আজ আমিও বুঝি
একদিন যেই তেজ দেখিয়েছো তুমি ।
অর্থের বাদ্য আমারও বাজে
অথচ, কতো অনর্থই না করেছো এই অর্থ নিয়ে ।
সময়গুলো সবসময় তোমারই থাকবে,
আর করুণা শুধু আমার,
তেমন ভেবে আজ তুমিই হয়েছো
আমার করুণার পাত্র ।
সব মিটিয়ে তবুও বলি
সুখে থেকো, ভাল থেকো ।
তুমি না থাকলে এই করুণাটুকু না পেয়ে
আমি সকলের করুণার পাত্রই হতাম ।।
(১৭ মার্চ ২০১৪)
একদিন যেই তেজ দেখিয়েছো তুমি ।
অর্থের বাদ্য আমারও বাজে
অথচ, কতো অনর্থই না করেছো এই অর্থ নিয়ে ।
সময়গুলো সবসময় তোমারই থাকবে,
আর করুণা শুধু আমার,
তেমন ভেবে আজ তুমিই হয়েছো
আমার করুণার পাত্র ।
সব মিটিয়ে তবুও বলি
সুখে থেকো, ভাল থেকো ।
তুমি না থাকলে এই করুণাটুকু না পেয়ে
আমি সকলের করুণার পাত্রই হতাম ।।
(১৭ মার্চ ২০১৪)
No comments:
Post a Comment