ডিমেনশিয়া রোগে আপন মানুষগুলো যখন জীবন থেকে হারিয়ে যায়!
"...for u I left my home, my land..."
দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভল-এ ইন্দ্রনীল ব্যানার্জী প্রযোজিত "পরীযায়ী" ম্যুভিটি দেখলাম। "পরীযায়ী" শব্দটা যাযাবর পাখীদের কথা মনে করিয়ে দিচ্ছিলো।
সিনেমার মূল কাহিনি কলিকাতার একজন স্বনামে খ্যাত কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্টকে নিয়ে। যিনি তার পেশাগত জীবনে ছিলেন খুবই দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব। তার মধ্যে একসময় হঠাৎ করেই ভুলে যাওয়ার প্রবণতা শুরু হলো। এবং আপাতদৃষ্টিতে পুরোপুরি সুস্থ, শক্ত সমর্থ একজন মানুষ যখন ভুলে যাচ্ছেন সেটাও তিনি মনে করতে পাচ্ছেন না যে এই ভুলে যাওয়ার জন্য তিনিই মুলত দায়ী, অর্থাৎ ভুলটাকে যাচাই করে দেখার প্রবণতা ফিল্মের সেই কনসালট্যান্টের মাঝে দেখা যায়নি। স্ত্রী "অরু" ব্যাপারটা খেয়াল করে