Wednesday, November 29, 2017

বহুরূপী উপাখ্যান (মাল্টিনামা)


‘আমি’ ‘আমি’ করেই তবে
কাটবে কি আর সারাজীবন?
দু’দিন পরে দেখবি ফিরে
সন্নিকটে এইতো মরণ ।

আমার, আমার, আমিই সেরা
মিথ্যে অহং মরচে পড়া ।

কেবল ফাঁকি মিছে সবই
নামেই কেবল হবি কবি
থাকবেনা তোর কোনই ছবি
দিন শেষে তো সেই চেহারা
ব্যবহারে খুব বেয়ারা
নাম কামাবি ভেবেই যদি
এসব নিয়ে কী আর হবি?
নার্সিসিজম রোগের পরে
একাকীত্বে যাবিই মরে ।
মিছেই রবে এসব যে তোর
বলি, আধাঁর কেটে তোর জীবনে
জলদি আসুক নতুন ভোর ।।


মাল্টি নিক নিয়ে অনেক সময়ই অনেক কথা বলা হয়। আমি নিজেও বলে থাকি...তাই আজ সবিস্তারেই লেখার চেষ্টা করলাম । জানি এর পরেও অনেক কথা রয়ে গেল...।


মাল্টি পালা হয় সাধারণত নিজের সাপোর্টের জন্যে ।
এই সাপোর্ট বিভিন্ন রকমের হয়ে থাকে ।


১. কিছু মাল্টি আছে কোন পোস্ট দেয় না । এরা নিরীহ গোছের । শুধু নিজের পোস্টে লাইক বাড়ানোর জন্যে ।
একজনের তিনটা (এখন পর্যন্ত) এই টাইপের মাল্টির খোঁজ পেয়েছি...যাদের কাজ হচ্ছে নীরবে লাইক দিয়ে লাইক সংখ্যা বাড়ানো।
আপনি ভাবতে পারেন কী হয় এসব লাইক দিয়ে ? হয়তো কিছু বটেই । প্রথমত  টিকে থাকার জন্যে সর্বোচ্চ হিট, কমেন্ট, লাইক, শেয়ার এসবের দরকার আছে । এছাড়া অন্যরা এতো লাইক দেখেও তাকে আলাদা ভাবে সমীহ করবে যে, সে এতো লাইক পায়...
এই রোগের মানে কিন্তু এই না যে সে খারাপ লিখে । বরং হতে পারে তার আত্মবিশ্বাস কম । অথবা এতো ভালো লিখলো কিন্তু প্রত্যাশা অনুযায়ী রেসপন্স বা লাইক পায় নি তাই নিজের নিরিহ মাল্টি দিয়ে সেই কাজটা করে দিল । তবে এটা সত্যি অনেকেই ভালো লেখাতেও লাইক দেয়না কমেন্ট করলেও ।

২. কিছু আছে বেশ একটিভ...এরা লাইক দেয়, কমেন্টও করে...প্রয়োজনে শেয়ারও করে নেয় ...এদের ধরা একটু কঠিন।

মাল্টি নিকধারীরা কেন এমন করে?

কমেন্ট করার দু'টো কারণ থাকতে পারে...
ক. নিজের পোস্টের হিট বাড়ানো
খ. অন্যরা যেনো সন্দেহ করতে না পারে ।


৩. কিছু আছে হিংস্র...নিজের যত ক্ষোভ সব এইসব হিংস্র নিক দিয়ে অপছন্দের মানুষদের বিরুদ্ধে কাজে লাগায় ।
মানুষের ভেতরের পশুত্ব বের হয়ে আসে এসব নিকের মধ্য দিয়ে ।

অপছন্দের মানুষ হয় বিভিন্ন কারণে...এদের মধ্যে নিজের চেয়ে অন্যে জনপ্রিয় বেশি হলে পরশ্রীকাতরতায় পেয়ে বসে...যার প্রকাশ হয় ওইসব নিক দিয়ে ।
আপনার ভালো পোস্টের হিটের চেয়ে আরেকজনের কম মানের পোস্টে বেশি হিট পাচ্ছে...কাজেই তাকে ডাউন করা চাই এমন মানসিকতা থেকে আক্রমণ করা হয়ে থাকে । অনেক সময় ভালো পোস্টে হিট আসলেও দোষ...কারণ একটাই আপনার পোস্টের চেয়ে তার পোস্টে হিট বেশি কেন?
সে আপনার পোস্টে মাঝে মাঝে আসলেও সাধারণত তার মাল্টিরা আপনার পোস্টে আসবেনা। কারণ আপনি হিট, কমেন্ট বেশি পেয়ে যাবেন । আবার কখনো কখনো সেসব নিককে সন্দেহমুক্ত রাখতে কালে ভদ্রে আসতেও পারে ।


৫. কেউ কেউ আছে নিজে সিরিয়াস কিন্তু মাল্টি দিয়ে ফান করে...রাত জেগে আড্ডা দেয়...রাগ, অভিমানের পোস্ট দেয় ।
অনেকেই দেখা যাবে রাত বারোটার মধ্যে ফেসবুক থেকে আউট...তাকে আর কোথাও খুঁজে পাবেননা । কিন্তু ততক্ষণে তার মাল্টি কিন্তু ফেসবুকে অন্যের পোস্ট পড়ছে, কমেন্ট করছে । কখনো কখনো বেশি রাতে পোস্ট দিচ্ছে...ফান করছে, আড্ডা দিচ্ছে, অভিমান ভরা পোস্ট দিচ্ছে ।

৬. রিভার্স নিক
এই নিকের কাজ বেশ মজার । সে নিজেই নিজের অন্য নিককে আক্রমণ করবে । সাধারণ নিজের হিট নিককে খুব বেশি আক্রমণ করে না...ফেসবুকাররা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্যাচাল পোস্টে চোখ রাখে...এতে দেখা যায় ক্যাচাল পোস্টে হিট হয় বেশি । আর সেই পোস্ট ড্রাফটে নিলেও ততক্ষণে ব্লগের হিট পরিসংখ্যান কিন্তু সমৃদ্ধ হয়ে যায় । সেই ব্যক্তি অন্যের নজরে চলে আসে।

কিছু নিককে পালাই হয় ক্যাচাল করিয়ে ব্যান করানো...রিভার্স নিকগুলো এসবে বেশ ওস্তাদ। কাজেই কোন নিক অন্যের পিছনে লাগলেই মনে করার কারণ নেই যে এটা অন্যের নিক...বরং ক্যাচালকারীর নিজেরও হতে পারে সেই অপশনটা রাখুন ।

৭. ছাইয়্যা/মাইল্যা নিক
এটা সাধারণত ব্লগের বিরক্তিকর নিকগুলোর একটি ভার্সন । নিকের  পেছনে পুরুষ আছে কিন্তু ন্যাকা ন্যাকা করে মেয়েলি নামে লুতুর পুতুর পোস্ট দেয় কমেন্ট দেয়। দুঃখজনক হলেও সত্যি অনেক পুরুষ নিক এই নিকগুলোকে বেশি পাত্তা দিয়ে প্রমোট করে...।

তবে পেছনে নারী আছে এমন পুরুষ নিকও ফেসবুকে ছিল/আছে । এর একটা কারণ হলো নিজেকে অন্যের সামনে মেয়ে পরিচয়ে হিটখোর হিসেবে দেখতে চায় না।
আবার অনেক মেয়েরা নিজ পরিচয়ে ফেসবুকে এসে অনেক বিরুদ্ধ বাতাসে টিকতে না পেরে পুরুষ নিক গ্রহণ করেছে । আবার কেউ কেউ পুরুষ নিক গ্রহণ করায় অন্যের টাইমলাইনে গালি দিতে সুবিধে হয় তাইও নেয় ।


৮. কেউ কেউ ভিন্ন ভিন্ন নিকে ভিন্ন ভিন্ন ধরনের লেখা পোস্ট...
এই অংশটা আমার খুব পছন্দের ।
এখানে একটা কথা বলা জরুরী। ভিন্ন নিকে হাত খুলে লেখা যায় এটা আমি নিজেই জানি...কিন্তু নিজের মাল্টিকে হিট মাল্টি দিয়ে প্রমোট করাটা আমার কাছে ভালো মানসিকতার মনে হয় না । এটাও হিট সিকিং এরই অংশ মনে করি ।


আপনি কী কী দেখবেন মাল্টি সম্পর্কে খোঁজ পেতে চাইলে

সন্দেহভাজন মাল্টি নিকের মূল নিকের লেখার বাক্য বিন্যাস, শব্দের ব্যবহার লক্ষ্য করুন। কারণ নাম বদলালেও এগুলো বদলানো বেশ দুরূহ ব্যপার।

নিরীহ মাল্টির উপস্হিতি মূল নিকে যাদের পছন্দ তাদের পোস্টেই বেশি থাকে।

এছাড়াও যাকে সন্দেহ করছেন তার পোস্টে
কারা লাইক দিলো
কারা কমেন্ট করলো... সেই একাউন্টগুলো চক্কর দিয়ে আসুন...তাদের ফেসবুক একাউন্টের বয়স কেমন, কেমন পোস্ট করলো, তাদের শেয়ার করা লিস্টে কোন কোন পোস্ট আছে...তাদের পোস্ট কারা লাইক দিয়েছে...
ক্রস চেক আপনাকে অনেক কিছু বুঝতে সহায়তা করবে ।

...মাল্টি ব্যবহারের চেয়ে অনুরোধ থাকবে ব্যক্তি জীবনে আরো বেশি মনোনিবেশ করা, আত্ম নিয়ন্ত্রণের চর্চা করা। আস্তিকদের নিয়মিত ধর্ম চর্চা করা, পেশাগত জীবনে বেশি মনোনিবেশ করা। পরিবারের মানুষগুলোর প্রতি বেশি আন্তরিকতার সাথে সময় দেয়া ।


ফেসবুকে, মেসেঞ্জারে বা আর কোন দিকে দীর্ঘ সময় ধরে চ্যাট করে একজনের সাথে ভালো সম্পর্ক তৈরির চেয়ে সেই সময়টা ক্রিয়েটিভা কাজে লাগান। প্রয়োজনে কোন পরামর্শের জন্যে নক করতে পারেন তবে সেটা যতো দীর্ঘ সময় ধরে হবে তত আপনার বিপদ বাড়ার আশঙ্কা থাকতে পারে ।

আপনার ফেসবুক লিস্টে যারা আছেন সবই রিয়েল মানুষ...কোন মাল্টি বা ফেক নিক নেই...। কিন্তু আপনি কি নিশ্চিত যে, এই রিয়েল মানুষগুলোই আপনার প্রোফাইল থেকে তথ্য নিয়ে মাল্টি নিকে আপনার বুকে ছুড়ি বসাবে না ?

কোন সিক্রেট গ্রুপে এ্যাড না থাকাই ভালো...ক্যাডাররা অনেক সময় চাইলেও ভালো জীবনে ফিরে আসতে পারে না...বা তাদেরকে ফিরে আসতে দেয়া হয় না...কাজেই সিন্ডিকেট থেকে নিজেকে দুরে রাখুন ।

চেষ্টা করুন নিজের সহ যে কারো পোস্টে "অন টপিক" এ থাকতে । অফ টপিকে একের পর এক কমেন্ট আপনার ব্যক্তিত্বকে হুমকির মুখে ফেলছে আপনি কখনো তা ভেবে দেখেছেন ?

চেষ্টা করুন একটু পড়াশোনা করে ভালো পোস্ট দিতে তাতে হালে আপনারই লাভ।

আমার বানানে সমস্যা...জানি অনেকেরই এই সমস্যা আছে। তাই  মাত্র এক সপ্তাহ আগে প্রকাশ পাওয়া

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
মূল্য : ৪০০ টাকা
৩০% কমিশনে আপনাকে দিতে হবে ২৮০ টাকা ।
প্রথম প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০১৬

কিনে রাখতে পারেন নিজের কাছে। এটা একেবারে লেটেস্ট হওয়াতে আপনার সাহিত্য চর্চায় অনেক সুবিধে হবে ।


এটি বিশেষভাবে ফান পোস্ট হতে পারে ।


উৎসর্গ: আঙ্গুর ফল টক

ছবি: অন্তর্জাল থেকে। এর অপজিট ছবি কেউ দিলে যুক্ত করার ইচ্ছে রাখি ।
কেননা শুধু পুরুষরাই নারীদের বিপদের কারণ নয় অনেক সময় নারীরও এমন রূপ থেকে অন্যদের সাবধান থাকা উচিত ।

1 comment:

  1. What a great article!. Your posts is really helpful for me.Thanks for your wonderful post. I am very happy to read your post SSC Exam Result 2020 Check Your Result Download the Full Marksheet 2020 SSC Result 2020 Honours 4th Year New Routine 2020 Honours 4th Year Routine 2020 HSC New Routine 2020 HSC Routine 2020 Honours 2nd Year Result 2020 Check Your Result Honours 2nd Year Result 2020 JSC Scholarship Result 2020 Check Your Result JSC/JDC Scholarship Result 2020 HSC Result 2020 Check Your Result HSC Result PSC Result 2020 Check Your Result Download Marksheet. JSC Result 2020 Check Your Result

    ReplyDelete

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।