Thursday, August 11, 2016

শখের ফটোগ্রাফি: প্রকৃতির কোলে ঈদ



ঈদের ছুটিতে প্র্রকৃতির ঘ্রাণ নিতে ঢাকার খুব কাছেই মুন্সিগঞ্জ থেকে ঘুরে এলাম এক দুপুর। ঢাকা থেকে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ড্রাইভিং করে ব্রিজের টোল পার (৪০ টাকা) করে, মাঝে থেমে কোন চায়ের দোকানে চা, বিস্কুট খেয়ে  মাত্র এক ঘন্টার পথ।
বর্ষার সময় চলার পথ পানিতে তলিয়ে গেলে পারিবারিক প্রয়োজনেই ব্যবহৃত হয় নৌকা। 

হলুদ ধঞ্চেফুলে ছেয়ে আছে বিশাল প্রান্তর।

সোনালী আঁশ-এর কাঁচা গন্ধে মৌ মৌ করছিল পুরো এলাকাটি ।

জীবিকার তাগিদে নারীও ঘরে বসে নেই।

নিজ বাড়ির কাজ সামলেও নারী বাইরের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে।

পুরুষের পাশাপাশি নারীও অর্থনৈতিক সক্ষমতা অর্জনে হয়ে উঠছে মৌসুমি পেশাজীবি।

এই সেই সোনালী আঁশ যার খ্যাতি এখন ইতিহাসের পাতায়।

ইউক্যালিপটাসের বন থেকে ঘুরে এলাম কিছুটা সময়

পুরানো বাকল খসিয়ে নতুন করে বাঁচার তাগিদে আকাশ ছোঁয়ার প্রাতযোগিতায়।


গলাপানিতেও দিব্বি দাড়িয়ে সজীব প্রাণের জানান দিচ্ছে ধঞ্চেফুল। 


তথ্যসূত্র:

তারিখ: ৩০ জুলাই ২০১৪
স্থান: মুন্সিগঞ্জ
ছবি: নিজ এ্যালবাম
ক্যামেরা: Canon EOS Rebel T3

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।