Saturday, May 9, 2015

পদ্য: উপেক্ষিত

১.
ভুলটা আমারই ছিল
বড্ড বেশি সুখের খোঁজ পেয়ে 
ভুলেই গিয়েছিলাম
বেশি সুখ সবার সয়না।
তাইতো ভুলের মাশুল গুনতে হচ্ছে
ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়ে।

ভোলামন বোঝেনা, 
একা মানুষের কখনো বন্ধু হয় না
বন্ধু থাকে না, বন্ধু আসে না।
সবকিছুতেই বাদের খাতায়
ভোলামনের নাম সবার আগে।
২.
জানি না অবহেলা, উপেক্ষা
অবজ্ঞাকে অসম্মান বলে কি না।
সম্মান, অসম্মান নিয়ে ভাবতে বসিনি কখনো
তাইতো নিজে কতোটা অসম্মানিত হচ্ছি 
সেই হিসেব কখনো করিনি।

৭ আগস্ট ২০১৪

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।