Saturday, September 6, 2014

তথ্য প্রযুক্তি : ব্রাউজারে সঠিকভাবে বাংলা দেখা না গেলে (টেক কাউন্সেলিং)

ছবিটি দেখুন । এরকম অনেকেরই হয় । তখন না বোঝার কারণে অনেকেই দিশেহারা অবস্থায় থাকেন । আর তখন যদি কোন কারণে ইন্টারনেটে বাংলায় জরুরী কোন কাজ করতে হয়, বা পড়তে হয় তখন খুবই বিপাকে পড়তে হয় । অনেকেই এসব ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিতে পারে যে, এরকম হলে আপনি এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজ করতে পারেন । কিন্তু আপনার প্রয়োজনীয় কাজ শেষ করার পর আপনি ইন্টারনেটে বাংলা পড়তে না পারলে তখন ভালো লাগার কোন কারণ থাকে না । তাই আমরা নিজেরাই যদি জেনে নিই কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তবে অন্যদের ব্যস্তসময়ে বিরক্ত না করে নিজেরাই তা সমাধান করে ফেলার চেষ্টা করতে পারি । এবং আশা করা যায় সর্বোতভাবে সফলও হতে পারি ।
এখানে গুগল ক্রোম ব্রাউজারে বা ফায়ারফক্স ব্রাউজারে বাংলা ফন্ট ঠিকমতো দেখা না গেলে ছবি দেখে নির্দেশনা অনুসরণ করলেই আশা করি কাজ হয়ে যাবে ।









নিচের এই ছবিটা ফায়ারফক্স ব্রাউজারের জন্যে ।



►খুবই কাজে লাগবে এমন একটি লিংক দিয়ে রাখলাম।
ডাউনলোড করার পর ইন্সটল করে পিসি রিস্টার্ট করে নিতে হবে।


কৃতজ্ঞতা স্বীকার:
আমার অনলাইন জগতের ভার্চুয়াল বন্ধুরা । যারা নিঃস্বার্থেই আমাকে সহযোগিতা করে থাকেন ।

০৬ সেপ্টেম্বর ২০১৪
(কাউন্সেলরের ডায়েরি : টেক কাউন্সেলিং)

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।