Sunday, June 15, 2014

কবিতা : সীমাবদ্ধ আমি

আমার সীমাবদ্ধতা আমি স্বীকার করে নিচ্ছি...
আমি আজও সন্দেহের চোখে তাকাই
দেখি, তোমার কপালে নজর টিপটি 

ঠিকমতো লাগানো আছে কি না ।
বারে বারে ঘুরে ফিরে দেখি


তুমি ভুল করেও কাউকে ভালোবেসে ফেল কি না ।
আমার সীমাবব্ধতা থেকে আমি আজও বেরুতে পারিনি ।
অনেক দিন তুমিতে আমি নেই বা আমিতে তুমি ।
তবুও আমার ভালোবাসারা সময়ে সময়ে আমাকে অস্থির করে ফেলে ।
খুঁজে ফিরি নজর টিপটি...
যেন তোমাতে কারো নজর না পড়ে !


(৯ মার্চ ২০১৪)

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।