Sunday, June 15, 2014

মোবাইল ইউজার

প্রিয় প্রেরক,
আপনার পছন্দের মানুষদের শুভেচ্ছা পাঠাচ্ছেন মোবাইলে বা ফোন করছেন শুভেচ্ছা জানিয়ে ।

অনেক কন্ঠের ভীড়ে আপনার কন্ঠটি অনেকদিনের অনভ্যাসে অপরিচিত হয়ে উঠতে পারে বা মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তার কাছে আপনার

নম্বরটি সংরক্ষিত নাও থাকতে পারে ।
-মেসেজে শুভেচ্ছা জানালে অনুগ্রহ পূর্বক মেসেজের শেষে নিজের নামটি যুক্ত করে দিন ।
-অনেকদিন তার সাথে কথা না হলে ফোন করার শুরুতেই নিজের পরিচয়টি দিয়ে নিন ।

যাকে ফোন করছেন বা মেসেজ দিয়ে আপনার মূল্যবান সময়, অনুভূতি, টাকা খরচ করছেন তিনি যদি আপনাকে চিনতেই না পারেন বা চিনতে দ্বিধান্বিত থাকেন তবে এই শুভেচ্ছা জানানো বৃথা ।

ইতি-
মোবাইল হারিয়ে নিজভুমে পরবাসী একজন ।

[প্রিয় প্রাপক,
এমন ভুলটি যেনো আর না হয়, মোবাইল হারানো বা চুরি হয়ে যাওয়ার আগেই সংরক্ষণ করুন আপনার বন্ধু, প্রিয়জনদের এবং প্রয়োজনীয় নম্বরগুলো ।- ভুক্তভোগী একজন]


 (১৩ এপ্রিল ২০১৪)

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।