Sunday, June 15, 2014

আত্নবলম্বন

চেয়েছিলাম আর কিছুটা সময়
তোমার সময়টুকু নিয়ে তুমি হেটেঁছো তোমার পথে
ভেবেছিলে কি, আমার পথ ফুরিয়ে গেছে ?
আমি হেঁটেছি, অনেকটা পথ , আজ বহুদিন পরে


যতটা হাঁটলে পরে হাঁটার আকাঙ্খা আজকের মতো বিদায় নেয় ।

রাতটা অন্ধকার হতে পারতো,
ভেবেছো তোমার আলো ছাড়া আমি অন্ধকারে প্রহর গুনবো ?
সময়টা বড্ড নিষ্ঠুর !
কারো জন্যে অপেক্ষা করে না,
তাই আমারও আর অপেক্ষার কষ্ট বইতে হয় নি ।
জোনাকিরা এসে আলো জ্বালিয়ে গেছে আমার পথে
দেখতে মোটেই কষ্ট হয় নি...
এখন আমি তোমার আলো ছাড়াই হাঁটতে শিখে গেছি ।।


(৪ মার্চ ২০১৪)

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।