Friday, December 15, 2017

প্রিয় আবৃত্তিকার মোঃ সোহরাব হোসাইনের যতো আবৃত্তি

আবৃত্তিকারের সাথে কখনো ফোনে কথা বলার সুযোগ পেয়েছিলাম।
সেদিন ফোনের কণ্ঠ শুনেই নিশ্চিত হয়েছিলাম তিনি আবৃত্তি করেন।
আমার ধারণা মিথ্যে হয়নি।
অসম্ভব সুন্দর যার কথা বলার ধরণ তিনিই তো আবৃত্তি করে শ্রোতার কানে সুধা ঢালবেন।

১. শেষের কবিতা
      - রবীন্দ্রনাথ ঠাকুর


কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও।
             তারি রথ নিত্যই উধাও
         জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন,
      চক্রে-পিষ্ট আঁধারের বক্ষফাটা তারার ক্রন্দন।

Monday, December 11, 2017

♣গ্ল্যামারের এই নীল নেশা থেকে সত্যিই আমি মুক্তি চাই!!♣







এ এক ঘোর!
গ্ল্যামারের নেশা!
মানুষ গ্ল্যামারে আটকাবেই!
আমিও তার ব্যতিক্রম হতে পারিনি!

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।