সেদিন ফোনের কণ্ঠ শুনেই নিশ্চিত হয়েছিলাম তিনি আবৃত্তি করেন।
আমার ধারণা মিথ্যে হয়নি।
অসম্ভব সুন্দর যার কথা বলার ধরণ তিনিই তো আবৃত্তি করে শ্রোতার কানে সুধা ঢালবেন।
১. শেষের কবিতা
- রবীন্দ্রনাথ ঠাকুর
কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও।
তারি রথ নিত্যই উধাও
জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন,
চক্রে-পিষ্ট আঁধারের বক্ষফাটা তারার ক্রন্দন।