Thursday, October 13, 2016

♣ঘুরে এলাম পানাম নগর♣

সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত পানাম নগরীর প্রধান প্রবেশদ্বারের এই বই সদৃশ পানাম নগরীর ইতিহাস তুলে ধরার আয়োজনটা দারুণ নজর কেড়েছে।

Tuesday, October 4, 2016

বানান সতর্কতা: প্রতিদিনের বানান

বিশেষ করে বর্তমান প্রজন্ম অনলাইনের উপর বেশি নির্ভর হয়ে যাচ্ছে। ফলে বাংলা বানান নিয়ে তাদের কখনো কোন সন্দেহ থাকলে তারা ছাপা অভিধান না দেখে গুগলে বা কোন সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে নিশ্চিত হতে চায়। কিন্তু কোন একটি বানান যখন অনেক বেশিবার ভুলভাবে বিভিন্ন অনলাইন মাধ্যমে চলে আসে তখন সার্চ রেজাল্টে সেই ভুল বানানটি পাওয়ার সুযোগ বেড়ে যায়। ফলে ভুলের মাঝেই শুদ্ধ খোঁজার চেষ্টা চলতে থাকে। আমি নিজেও কখনো সার্চ দিয়ে এমন বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছি। আর তাই প্রতিদিন অনলাইনের বিভিন্ন যোগাযোগ/সংবাদ মাধ্যমে চোখে পড়া সব ভুল একবারে তুলে আনা সম্ভব না, কিন্তু অন্তত একটা করে তো সম্ভব (হয়তো)। আমার নিজেরও প্রচুর বানান ভুল থেকে নিজেকে রক্ষা করতেই এই উদ্যোগ। আশাকরি বানান সচেতন বাংলা ভাষাভাষীদের কাজে আসতেও পারে।


০৮ অক্টোবর ২০১৬ ১. পারা...
(ক) সমর্থ হওয়া (কাজ করতে পারা)
(খ) এঁটে ওঠা (আয়ত্তে আনতে সক্ষম হওয়া)

২. পারা...পারদ
৩. পারা...সদৃশ, তুল্য, মতো (ওগো নদী, আপন বেগে পাগল-পারা)
৪. পারা ...এটা ফারসি শব্দ...পবিত্র কোরানের তিরিশটি পরিচ্ছেদের যে কোন একটি, খণ্ড
সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮১৬
এক) পাড়া ... (ক) বৃন্তচ্যুত করা (ফল পাড়া)
(খ) নামানো (তাক থেকে পাড়া)
(গ) বিছানো (পাত পাড়া)
(ঘ) প্রসব করা (ডিম পাড়া)
(ঙ) উচ্চৈঃস্বরে ডাকা (ডাক পাড়া)
(চ) অবতারণা করা (কথা পাড়া)

দুই) পাড়া... মহল্লা পারা বা পাড়া শব্দ দু'টির সঠিক উচ্চারণগত পার্থক্য থাকলেও ডিজিটাল মাধ্যমে কম্পোজ করতে বানানটি ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিশেষ করে ফনেটিক কিবোর্ডে যারা লিখেন তাঁরা একটু অসাবধান হলেই এর বিপত্তি ঘটে। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮০৮

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।