Thursday, September 29, 2016

যাপিত জীবনের কথামালা


আনন্দে কিছু ব্যাঙ বর্ষার দুপুরে ধরে গান সারেগামা রুপুদের পুকুরে সারেগামাপাপাপা
[এই অংশে ব্যাঙরা নিজেদের জীবনে বেশ ভালোই সময় কাটাচ্ছিল] বাচ্চাদের দারুণ একটা গান! শেষের অংশটাতে থাকে একদল ছেলে খেলার ছলে সেখানে ঢিল ছোঁড়া শুরু করে। তারপরের অংশটা এমন...
তোমরাতো খেলা করো, প্রাণে মরি বাপুরে-
শেষের লাইনটাই আমাকে সবসময় টানতো। পৃথিবীতে হরেকরকমের মানুষের মধ্যে দুই রকমের একদলের খেলার/আনন্দের শিকার হয় আরেকদল নিরীহ মানুষ! এই বোকা নিরীহ মানুষগুলো খেলোয়ার মানুষগুলোকে বোকার মতো ভালোবেসে তারপর একসময় খেলার উপাদানে পরিণত হয়! খেলোয়ার সেই মানুষগুলো সবসময়ই ভালো থাকে। আর খেলার বস্তুতে পরিণত হওয়া মানুষগুলোর জীবন দুঃস্বপ্নে ভরে যায়...

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।