| হলুদ ধঞ্চেফুলে ছেয়ে আছে বিশাল প্রান্তর। |
| সোনালী আঁশ-এর কাঁচা গন্ধে মৌ মৌ করছিল পুরো এলাকাটি । |
| জীবিকার তাগিদে নারীও ঘরে বসে নেই। |
| নিজ বাড়ির কাজ সামলেও নারী বাইরের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। |
| পুরুষের পাশাপাশি নারীও অর্থনৈতিক সক্ষমতা অর্জনে হয়ে উঠছে মৌসুমি পেশাজীবি। |
| এই সেই সোনালী আঁশ যার খ্যাতি এখন ইতিহাসের পাতায়। |
| ইউক্যালিপটাসের বন থেকে ঘুরে এলাম কিছুটা সময় |
| পুরানো বাকল খসিয়ে নতুন করে বাঁচার তাগিদে আকাশ ছোঁয়ার প্রাতযোগিতায়। |
| গলাপানিতেও দিব্বি দাড়িয়ে সজীব প্রাণের জানান দিচ্ছে ধঞ্চেফুল। |
তথ্যসূত্র:
তারিখ: ৩০ জুলাই ২০১৪
স্থান: মুন্সিগঞ্জ
ছবি: নিজ এ্যালবাম
ক্যামেরা: Canon EOS Rebel T3
No comments:
Post a Comment