| ডাইনোসরের সাইজেই বানানো এই বিশালাকার ডাইনোসরটি ! |
| সাইট ভিউ টাওয়ার থেকে ক্যামেরার চোখে...বাস্তবে তা আরো নয়ন জুড়ানো ! |
| অনেক উঁচু থেকে ক্যামেরার চোখে এর প্রকৃত সৌন্দর্যের তেমন কিছুই ধরতে পারিনি । |
| চারদিকে ইট, কাঠ, পাথর নয় বরং সবুজ আর সবুজ ! |
| চাইলে এই টাওয়ারে উঠার পথের দোতলাতেই দূরবীন ভাড়া করতে পারেন নাম মাত্র খরচে । |
| এই বাণী পড়ে কতজন মানেন জানিনা । |
| কাছ থেকে দেখে মনে হয়েছে গাছ কেটে তার মধ্যে এই নেমপ্লেট লাগানো হয়েছে । |
| কাউকে খুঁজে না পেয়ে জানা হয়নি এর সম্পর্কে বিস্তারিত |
| শ্রদ্ধা নিবেদনের স্থান |
| বাহ ! প্রিয় নজরুলকেও সেখানে খুঁজে পেলাম । |
| কল্পনার বিস্তারে মৎস্য কন্যাও হাজির ! |
| বাণী চিরন্তণ |
| পাহারা পার হয়ে বাস্তবিকই বিনা টিকেটে উঠা সম্ভব না ! |
| জিরিয়ে নেয়া যেতে পারে এই দ্বীপটিতে |
| ম্যাপ দেখে বুঝে নিন কোথায় আছেন ... |
| পথ খুব অল্প ! কিন্তু অন্ধকার যে সত্যিই ভয়ঙ্কর তা এই পাতালপুরীতে না ঢুকলে বোঝার উপায় নেই ! |
১২ জুন ২০১৫
No comments:
Post a Comment