Saturday, May 9, 2015

পদ্য: অধিকার


শুধু একবার চেয়ে দেখো,

আমি ঠিক আকাশের বুক চিড়ে
ওই সূর্যটাকে এনে দিতে পারবো
তোমার হাতের মুঠোয়,

ওই পাড়ে থাকা তোমার জন্যে
ব্রহ্মপুত্র পাড়ি দিতে এতোটুকু দ্বিধা করবো না ।


পুলিশের রিমান্ড পেরিয়ে ঠিক আমি
সারাদিন তোমার সাথে চষে বেড়াতে পারবো
নগর থেকে বন্দরে।

আমার সেই ক্ষমতা আছে,
আমার সেই মনের জোর আছে...
চাইতেও জোর থাকা চাই যে ... ।
তোমার শুধু চাইবার জোরটাই নেই ।।

১৭ নভেস্বর ২০১৩

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।