Saturday, May 9, 2015
পদ্য: অধিকার
শুধু একবার চেয়ে দেখো,
আমি ঠিক আকাশের বুক চিড়ে
ওই সূর্যটাকে এনে দিতে পারবো
তোমার হাতের মুঠোয়,
ওই পাড়ে থাকা তোমার জন্যে
ব্রহ্মপুত্র পাড়ি দিতে এতোটুকু দ্বিধা করবো না ।
পুলিশের রিমান্ড পেরিয়ে ঠিক আমি
সারাদিন তোমার সাথে চষে বেড়াতে পারবো
নগর থেকে বন্দরে।
আমার সেই ক্ষমতা আছে,
আমার সেই মনের জোর আছে...
চাইতেও জোর থাকা চাই যে ... ।
তোমার শুধু চাইবার জোরটাই নেই ।।
১৭ নভেস্বর ২০১৩
Subscribe to:
Post Comments (Atom)
নির্বাচিত পোস্ট
'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই
প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।
-
আমরা সাধারণ কোন গবেষণা বা প্রতিবেদন তৈরী করার পর এতে ব্যবহৃত তথ্যের উৎস দিতে কার্পণ্য করি বা সঠিক ভাবে দিতে অনেকসময়ই অপারগ থাকি কিভাবে তথ্...
-
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শেষ বেলায় একটা কোর্সের এসাইনমেন্টের অপশন ছিল বই রিভিউ। যদিও ম্যাডাম নির্দিষ্ট একটা বইয়ের নাম উল্লেখ করে দ...
-
সাম্প্রতিক সময়ে আবিষ্কার করলাম বানানে বড্ড ভুল করছি । এর কী কী কারণ থাকতে পারে তা নিয়ে ভাবতে গিয়ে প্রথমেই যে বিষয়গুলো মনে এলো ১. মাতৃ...
No comments:
Post a Comment