Saturday, September 6, 2014

সিনেমা : চলো পাল্টাই

আমি পড়ার জন্যে সাধারণত আমার বাচ্চাদের মারি না। কিন্তু মেয়েটার পড়ার চাপ দেখে সত্যিই আমি বিরক্ত! কম্পিটিশন বলে কি এতো!!! বাচ্চা ব্যাগের বোঝা কাঁধে করে নিয়ে যাবে, গাধার মতো বহণ করে আর তা আমাকে দেখতে হবে। তেমনটি চাইনি।
হরনাথ চক্রবর্তীর পরিচালনায় প্রসেনজিত-এর অভিনয়

খারাপ লাগে নি। কিন্তু আমার মনে হয়েছে, ছবিটা আরো ভালো হতে পারতো।
থ্রি ইডিয়টেরই থিম। তবে অনেক সহজভাবে উপস্থাপনের চেষ্টা।
যার যেই বিষয়ে আগ্রহ বেশি, সে সেই বিষয়েই পড়বে, জানবে..এটা হলো সিনেমার মূল কথা।।

http://www.abpananda.newsbullet.in/entertainment/movie/1751-2011-03-04-07-00-37

http://movies.anandabazar.com/node/120#

No comments:

Post a Comment

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।