Sunday, August 31, 2014

গান: চিঠি দিও প্রতিদিন - সাবিনা ইয়াসমিন


চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও।
নইলে থাকতে পারবো না।।

চিঠিগুলো অনেক বড় হবে
পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে।

কবিতা : তুমি ডাক দিলে - হেলাল হাফিজ



একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,
… কতো হুলুস্থূল অনটন আজন্ম ভেতরে আমার।

তুমি ডাক দিলে
নষ্ঠ কষ্ঠ সব নিমিষেই ঝেড়ে মুছে
শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছুবো

গান : WHEN YOU SAY NOTHING AT ALL - Ronan Keating



It's amazing how you can speak right to my heart
Without saying a word, you can light up the dark
Try as I may I could never explain
What I hear when you don't say a thing

গান : জাতিস্মর - কবীর সুমন




অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া
মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর
গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর
ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া

গান : It's not goodbye - Laura Pausini



And what if I never kiss your lips again
Or feel the touch of your sweet embrace
How would I ever go on
Without you there's no place to belong

গান : You belong with me - Taylor Swift


You're on the phone with your girlfriend, She's upset
She's going off about something that you said
She doesnt get your humour like I do
I'm in the room, its a typical Tuesday night
I'm listening to the kind of music she doesnt like
And she'll never know your story like I do

Saturday, August 30, 2014

কবিতা : আমি কিংবদন্তির কথা বলছি - আবু জাফর ওবায়দুল্লাহ


আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল।

Friday, August 29, 2014

কবিতা : শেষের কবিতা থেকে - রবীন্দ্রনাথ ঠাকুর


কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও।

তারি রথ নিত্যই উধাও

জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন,

চক্রে-পিষ্ট আঁধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন।

কবিতা : ভালো থেকো - হুমায়ুন আজাদ

 
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।

Thursday, August 28, 2014

কাউন্সেলরের ডায়েরি : প্রবলভাবে বিশ্বাস রাখুন মনের ভেতর, নিজের নিয়ন্ত্রণ নিজেই করুন।।


প্রবলভাবে বিশ্বাস রাখুন মনের ভেতর, আমিই আমার নিজেকে নিয়ন্ত্রণ করবো।

সভ্যতা আগানোর সাথে সাথে মানুষের মনের বিকারও যে তদনুপাতে গভীর থেকে গভীরতর হতে পারে লাগামছাড়া অবিরাম অগ্রগতির অনিবার্য মূল্য হিসেবে অনেক সময়ই এমন বিপদের

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।