কচ্ছপের মতো কামড়ে পড়ে আছি শতবর্ষী হয়ে।
মলিন, চিতি পরা শতছিন্ন এই আমাকে দেখে
ঘেন্নায় রি রি করে উঠে তোমার শরীর!
অথচ এই আমার কাছ থেকেই
জেসমিনের গন্ধ পেতে।
অযত্নে, অবহেলায়, উপেক্ষায়, নিস্প্রিহতায়
সেই কবেই মরে গেছে গাছটি...
কেমন করে পাবে জেসমিনের গন্ধ বলো ?
ভালোবেসে দেখো, আবার সতেজতায় গন্ধে
মৌ মৌ করে উঠবে তোমার আঙ্গিনা
এই মলিন, শতচ্ছিন্ন আমিই আবার উঠবো ঝলমলিয়ে ।
(৯ জুন ২০১৪)
মলিন, চিতি পরা শতছিন্ন এই আমাকে দেখে
ঘেন্নায় রি রি করে উঠে তোমার শরীর!
অথচ এই আমার কাছ থেকেই
জেসমিনের গন্ধ পেতে।
অযত্নে, অবহেলায়, উপেক্ষায়, নিস্প্রিহতায়
সেই কবেই মরে গেছে গাছটি...
কেমন করে পাবে জেসমিনের গন্ধ বলো ?
ভালোবেসে দেখো, আবার সতেজতায় গন্ধে
মৌ মৌ করে উঠবে তোমার আঙ্গিনা
এই মলিন, শতচ্ছিন্ন আমিই আবার উঠবো ঝলমলিয়ে ।
(৯ জুন ২০১৪)
No comments:
Post a Comment