সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি । একজন স্বপ্ন দেখতে, আশায় জাগতে ভালোবাসা মানুষের জীবনের ফটোগ্রাফির বিবর্তনের ইতিহাস ।
প্রথমেই বলে রাখি , 'ফটোগ্রাফ' শব্দটা বিদেশী হওয়ায় তাতে 'ফটোগ্রাফী' যে লেখা হয়, তা ভুল । বরং শুদ্ধ বানান হবে 'ফটোগ্রাফি' ।
সূত্র: বানান সতর্কতাঃ "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"
হেনরি কার্টিয়ের ব্রেসন বলেছেন “আপনার প্রথম ১০,০০০ ছবি হলো আপনার তোলা সবচেয়ে খারাপ ছবি।”
মোহাম্মদ মনিরুজ্জামানের মতে, তা এই ডিজিটাল যুগে ১০ গুন বা ১০০ গুণ বাড়িয়ে দেয়া উচিত !
কিছুদিন আগে ব্লগে একটা পোস্ট চোখে পড়েছিল... "গুগুলে Bangladesh লিখে সাচ` দিয়েছেন কখনো? _ একটা পরিবত`ন দরকার..সবাই চাইলেই বিশ্বকে রুপসী বাংলা দেখাতে পারি" তারপর থেকে ফটোগ্রাফির নেশাটা ওই দিকে মোড় নিয়েছে ।
তাই ঠিক করেছি, পাবলিকলি যতো ছবি শেয়ার করবো, সেসবের নামের শুরুতে বাংলাদেশ রাখবো । আমার এই পোস্টের নিজের তোলা ছবিগুলোতে তাই করেছি ।
এতে এমন হতে পারে, 'Bangladesh' লিখে সার্চ দিলে এর কিছু ভালো ইমেজ দর্শকের সামনে চলে আসবে ।
আরো সহজ ভালো কোন পন্থা জানা থাকলে যে কেউ তার মতামত শেয়ার করতে পারেন ।
এবার আসি একজন ফটোতোলক থেকে হাতুড়ে ফটোগ্রাফারের বিবর্তনের কথায়...
আমার জীবনের প্রথম ক্যামেরা । স্কুলের শেষের দিকে পরিবারের আপনজনের দেয়া উপহার বা বলা যায় পুরষ্কার হিসেবে পেয়েছিলাম ।
এটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কিনেছিলাম ।
প্রথম আর দ্বিতীয় ক্যামেরাতে ফিল্ম ভরে নিয়ে ছবি তুলতে হতো ।
সেই সময়গুলোতে অনেক টাকা খরচ করা হয়ে যেত ছবি তুলতে আর ওয়াশ করাতে । তবে মজার বিষয় হচ্ছে, সেই সময়গুলোতে নিজের চেহারার ছবি তুলতেই পছন্দ করতাম বেশি ।
প্রিন্টের ব্যাপারে প্রথমে বুঝতামনা । ফলে প্রথমদিকে সবসময় glossy পেপারে প্রিন্ট করাতাম । কিন্তু অন্যদের কাছ থেকে জানলাম ম্যাট পেপারে প্রিন্ট বেশি ভালো আসে । আমার কাছে অন্তত বেশি ভালো লাগতো ।
স্মৃতি হিসেবে এখনও অনেকগুলো ফিল্ম রেখে দিয়েছি ।
২০১০ এর পরে এই ক্যামেরাটা ছিল ।
এই ক্যামেরা দিয়ে তোলা একটা ছবি ।
স্থান: রূপগঞ্জ, নারায়নগঞ্জ ।
নোকিয়ার এই মোবাইলটা কিনেছিলাম মূলত, ছবি তোলার জন্যে এবং ব্লগিং করার জন্যে । কারণ এই মোবাইলে বাংলা লেখা যায় ।
টেকি বিষয়গুলো মোটেও বুঝি না । কোন এক ভার্চুয়াল বন্ধুর পরামর্শে কম্পিউটারে 'পেইন্ট' থেকে প্রাথমিক এডিটের কাজ চালাতাম ।
পরে ফেসবুকের আরেক ভার্চুয়াল বন্ধু Microsoft Office Picture Manager এর খোঁজ দেয় । পরের এডিটের কাজ গুলো 'পেইন্ট' আর পিকচার ম্যানজোর দিয়ে সেরেছি ।
ভালো ছবি তোলা যায় এমন একটা মোবাইল কেনার বড্ড শখ হওয়াতে আরেক বন্ধু পরামর্শ দিয়েছিল বিশেষ একটা স্মার্ট ফোনের । সেটা না পেয়ে তার পরামর্শেই কিনলাম নোকিয়া ৭০০ ।
বলে রাখা প্রয়োজন যে, ফটোগ্রাফি করে এক বন্ধু ছবি এডিটের জন্যে আমাকে Photoscape নামের একটা সফ্ট্ওয়্যারের খোঁজ দিয়ে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন । যা দিয়ে আমি প্রয়োজনীয় অনেক কাজ করতে পারছি । আমার মতো আনাড়ীদের এই সফ্ট্ওয়্যার দারুণ কাজের জিনিস ।
নোকিয়া ৭০০ দিয়ে তোলা ছবি:
ক্যান্টনমেন্ট থানায় অবস্থিত, মাটিকাটা তিন রাস্তার মোড়ে অবস্থিত এই স্থাপত্ব্যের নাম "শতবর্ষের ঢাকা" ।
একটা DSLR এর শখ অনেকদিনের ছিল, কিন্তু আত্নবিশ্বাসের অভাব থাকায় কেনার সাহস পাইনি এতোদিন ।
এক শুভাকাঙক্ষী বন্ধুর পরামর্শ আর সহযোগিতায় শেষ পর্যন্ত কিনেই ফেললাম সাধের ক্যামেরা
মডেল:Canon EOS Rebel T3
নতুন ক্যামেরা দিয়ে রাস্তায় চলন্ত অবস্থায় এই ছবিটি তুলেছি ।
স্থান: ধানমন্ডি ৮ নং ব্রিজের পাশের রাস্তা
► ফটোগ্রাফি সংক্রান্ত আমার অন্যান্য পোস্ট সমূহ
► ফেসবুকে: আশা জাগানিয়া - ফটোগ্রাফি
► ফ্লিকার: আরজু পনি'র ফটোগ্রাফি
বিশেষ কৃতজ্ঞতা : দূর্যোধন, শামীম শরীফ সুষম, রায়হান আহমেদ ।
1st ক্যামেরাটার মডেল কি?
ReplyDelete