ইন্টারনেটে যেই পরিমাণ মানুষ আসে তার বেশিরভাগ দেখতে, স্ক্রুল করতে আসে। ছবি দেখতে আসে, ভিডিও দেখতে আসে। এদের মধ্যে পড়ুয়ার সংখ্যা কম। তাই বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীর কথা চিন্তা করে এই পোস্ট। যেনো অল্প সময়ে পড়ে ফেলতে পারেন মূল বক্তব্য।হৃদয়ঙ্গম করতে পারেন নারীর প্রতি প্রকৃত বৈষম্যের।

