Wednesday, November 16, 2016

পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর 'শ্রীকান্ত'


শরৎ বাবুর সাথে প্রথম সাক্ষাত কবে এই মুহুর্তে তা বলতে পারছিনা। কিন্তু এটুকু মনে আছে আমি ঈদের জামা কেনার টাকাটা আম্মার কাছ থেকে সেবার নিয়ে নিয়েছিলাম। এবং তা দিয়ে বেশ কয়েকটা ভলিয়্যুম বই কিনেছিলাম নিজের পাঠের সাধ মেটাবার জন্যে। সেসময়ই শরৎ বাবুর দুই খণ্ডের রচনাবলী কিনেছিলাম। সাথে বঙ্কিমবাবু, সুকান্ত মশায়ও ছিলেন বটে। বাংলা থেকে বাংলা অভিধান ব্যবহারের অভ্যেসটাও তখন থেকেই।
নিজের ভালোলাগা বা নিজের কাছে রাখার মতো কিছু কথা এখানে রাখলাম।

একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশ আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইয়া উঠিতেছে।

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।