Tuesday, October 6, 2015

Happy Teachers' Day


ছোটবেলায় "আমার প্রিয় শিক্ষক" লিখতে হলেও বড় বেলায় লিখতে হয়না...
কিন্তু আমি অনেক বড় বেলায় এসে অবিস্কার করলাম আমার "প্রিয় শিক্ষক"কে । তা প্রায় দশ বছরের বেশি হবে ।
স্যার দেশের বাইরের বেশ কয়েকটা ইউনিভার্সিটি থেকে পড়ার পর সম্প্রতি পিএইচডি ডিগ্রি নিলেন ।
দেশে ফেরার পরই স্যারের সাথে দেখা করেছি, কিন্তু মুখে বলে অভিনন্দন জানাতে পারিনি, এই অভিনন্দন জানানোটা কেমন যেনো কৃত্রিম ঠেকছিল, তাই পারিনি ।
আজ টিচার্স ডে...গতরাতে কন্যার তৈরী করা টিচার্স ডে কার্ড দেখে মনে হলো...একজন শিক্ষক হতে পারে সবচেয়ে ধৈর্যশীল বন্ধু ।...আমার প্রিয় শিক্ষককে দেখে

নির্বাচিত পোস্ট

'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই

প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।