১০. প্রত্যাশার চাপে সম্পর্কগুলোতে দূরত্ব তৈরী হয় বেশি ।
২০ আগস্ট ২০১৫
৯. শুধুমাত্র রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমরা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ, অনেক আপন মানুষকে হারাই ।
৮ আগস্ট ২০১৫
৮. শরীরের সমস্যা হলে আমরা শরীরের ডাক্তারের কাছে যাই, কিন্তু মনের সমস্যা হলে আমরা মনের ডাক্তারের কাছে যেতে তেমন পছন্দ করিনা ।
কখনো কখনো খুব ভালো কোন বন্ধুর সাথে শেয়ার করলেও উপকার পাওয়া যায় ।
নিজের সমস্যা নিজের কাছে রেখে কেউ পৃথিবী থেকে হারিয়ে যাক তা কখনো চাইনা ।
২৭ জুলাই ২০১৫
৭. রোগে বিছানায় শয্যাশায়ী হলে বিভিন্ন মহলের বিভিন্ন রকমের মন্তব্য শোনা যায় ।
আবার বিভিন্ন মহলকে বেশ দোষারোপ করতেও সুবিধে হয় ।
২৭ জুলাই ২০১৫
৬. পুরুষ যখন বিশ্ব দেখে নিজের চোখে
নারী তখন বিশ্ব খোঁজে অন্তর্জালে ।
২৫ জুলাই ২০১৫
৫. যখন বন্ধুত্বে স্বাধীনতা থাকেনা বরং নিয়ন্ত্রণ করার চেষ্টা থাকে তখন তা আর বন্ধুত্ব থাকেনা আর সেই সম্পর্কে শ্রদ্ধাও থাকেনা ।
৭ জুলাই ২০১৫
৪. প্রচণ্ড দুঃখকে ভোলার জন্যে প্রচণ্ড সুখেরই প্রয়োজন হয়, নইলে শরীর নিজেকে সমস্যায় জর্জরিত করে মনকে ভুলিয়ে রাখে ।
৬ জুলাই ২০১৫
৩. শৈশবের বন্ধুত্বে যে কতো প্রাণের টান, মায়ায় জড়ানো ভালোবাসা আছে তা আবার তাদের কাছে ফিরে না গেলে বোঝা যায় না ।
৫ জুলাই ২০১৫
২. শুধু বাবা-মা ভাই-বোনই নয় বরং বন্ধুত্বের সম্পর্কও স্থায়ী ।
সাময়িক মান-অভিমান, রাগ-ঘৃণায় যতই দূরত্ব বাড়ুক তা টিকে থাকে জনম জনম ধরেই
।
১৩ জুন ২০১৫
১. সবার মাঝে নিজেকে রেখে অচেনা হয়ে যাওয়ার মধ্যেও আনন্দ আছে ।
এই আনন্দকে কখনো কখনো গভীর রাতের শীতল বাতাসের সাথে তুলনা করা যেতে পারে...যে বাতাসটা একান্তই আপনার আপন ।
৬ জুন ২০১৫
Wednesday, July 8, 2015
Subscribe to:
Posts (Atom)
নির্বাচিত পোস্ট
'অবদমিত অভিমান'- ২০১৭ এর বইমেলায় প্রকাশিতব্য সময় প্রকাশন এর গল্প সংকলনের বই
প্রথম গল্প লিখেছিলাম আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে।
-
আমরা সাধারণ কোন গবেষণা বা প্রতিবেদন তৈরী করার পর এতে ব্যবহৃত তথ্যের উৎস দিতে কার্পণ্য করি বা সঠিক ভাবে দিতে অনেকসময়ই অপারগ থাকি কিভাবে তথ্...
-
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শেষ বেলায় একটা কোর্সের এসাইনমেন্টের অপশন ছিল বই রিভিউ। যদিও ম্যাডাম নির্দিষ্ট একটা বইয়ের নাম উল্লেখ করে দ...
-
সাম্প্রতিক সময়ে আবিষ্কার করলাম বানানে বড্ড ভুল করছি । এর কী কী কারণ থাকতে পারে তা নিয়ে ভাবতে গিয়ে প্রথমেই যে বিষয়গুলো মনে এলো ১. মাতৃ...